ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ॥ বাবরের পক্ষে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক পেশ

প্রকাশিত: ০৬:২৭, ৮ আগস্ট ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ॥ বাবরের পক্ষে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক পেশ

স্টাফ রিপোর্টার ॥ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। বাবরের পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক পেশ করছেন তার আইনজীবী নজরুল ইসলাম। এ আসামির যুক্তিতর্ক পেশ শেষ হলে আসামিপক্ষে যুক্তিতর্ক পেশ সমাপ্ত হবে। আজ বুধবার মামলার পরবর্তী ধার্য তারিখ। রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিনের আদালতে একুশে আগস্টের ঘটনায় আনা পৃথক মামলায় একই সঙ্গে বিচার চলছে। মামলায় এ পর্যন্ত ৪৪ আসামির পক্ষে যুক্তিতর্ক পেশ শেষ হয়েছে। মঙ্গলবার ছিল এ মামলার যুক্তিতর্ক পেশ করার ১০৬তম দিন। ২১ আগস্টের ঘটনায় পৃথক মামলায় মোট আসামির সংখ্যা ৫২ জন। এর মধ্যে ৩ জন আসামির অন্য মামলায় মৃত্যুদ- কার্যকর হওয়ায় তাদেরকে মামলা থেকে বাদ দেয়া হয়েছে। ৩ আসামি হলেন- জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জঙ্গী নেতা মুফতি হান্নান ও শরীফ সাহেদুল আলম বিপুল। এখন ৪৯ আসামির বিচার চলছে। এর মধ্যে এখনও তারেক রহমান, হারিছ চৌধুরীসহ ১৮ জন পলাতক। বাবর, সালাম পিন্টুসহ ২৩ জন আসামি কারাগারে ও ৮ জন জামিনে রয়েছেন। এ মামলায় রাষ্ট্রপক্ষে ২২৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেয়। আসামিপক্ষে সাক্ষীদের জেরা করেছে। গত বছরের ৩০ মে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দের জেরা শেষের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
×