ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের বর্ষীয়ান রাজনীতিক করুণানিধি আর নেই

প্রকাশিত: ০৬:০৫, ৮ আগস্ট ২০১৮

ভারতের বর্ষীয়ান রাজনীতিক করুণানিধি আর নেই

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের বর্ষীয়ান রাজনীতিক মাথুভেল করুণানিধি আর নেই। মঙ্গলবার ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল নাডু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের কাওভেরি হাসপাতালে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে ৯৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান দেশটির এই ক্যারিশম্যাটিক নেতা। গত ২৮ জুলাই থেকে কাওভেরি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটিতে ভর্তি ছিলেন তিনি। খবর বিবিসি ও এএফপির। মাথুভেল করুণানিধি ভারতের রাজনীতির ময়দানে এম করুণানিধি নামে পরিচিত। তামিলনাড়ুর পাঁচদফা মুখ্যমন্ত্রীর দায়িত্বপালনকারী করুণানিধি দেশটির আঞ্চলিক রাজনীতিতে বরাবরই গুরুত্বপূর্ণ ও কার্যকারী ভূমিকা রেখেছেন। আবার রাজ্যে বিরোধীদলীয় নেতা হিসেবেও গঠনমূলক ভূমিকা ছিল তার। মৃত্যুর আগ পর্যন্ত রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। তার মৃত্যুতে তামিলনাড়ুসহ পুরো ভারতজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ দেশটির অন্যান্য সিনিয়ার নেতা করুণানিধির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক টুইটার বার্তায় নরেন্দ্র মোদি বলেন, এই সিনিয়র রাজনীতিককে ভারত তথা তামিলনাডুর জনগণ গভীরভাবে স্মরণ রাখবে। করুণানিধির মৃত্যুর খবর শোনামাত্র হাজার, হাজার জনতা রাস্তায় নেমে শোক প্রকাশ করে। এ সব জনতাকে ঠেকাতে তামিলনাডু জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজনীতির পাশাপাশি লেখালেখিতেও ব্যস্ত থাকতেন তিনি। রাজনীতি বিষয়ে কলাম, কবিতা গান ও তামিলনাডুর শিল্প উন্নয়নে নানা ধরনের লেখালেখিতে ব্যস্ত থাকতেন তিনি। ১৯৪৯ সাল থেকে দ্রাভিদা মুনেত্রা কাজাগাম সংক্ষেপে ডিএমকে দলের সঙ্গে জড়িত ছিলেন তিনি। দীর্ঘদিন রাজনীতি করার পর তার ছেলে এম কে স্টালিনের হাতে দলের ভার দিলেও তামিলনাডুর জনগণের কাছে সমান জনপ্রিয় ছিলেন তিনি।
×