ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি আজ শুরু, লঞ্চের ১০ তারিখ থেকে

প্রকাশিত: ০৬:০৫, ৮ আগস্ট ২০১৮

ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি আজ শুরু, লঞ্চের ১০ তারিখ থেকে

রাজন ভট্টাচার্য ॥ এবারের ঈদে প্রতিদিন তিনলাখ যাত্রী পরিবহনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি টিকেট কালোবাজারি রোধেও নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আজ আট আগস্ট থেকে পাঁচদিনব্যাপী বিক্রি হবে ট্রেনের অগ্রিম টিকেট। ঢাকা ও চট্টগ্রামে একযোগে ট্রেনের টিকেট বিক্রির কথা রয়েছে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট সংগ্রহ করতে পারবেন। ১০ আগস্ট থেকে বিক্রি শুরু হবে লঞ্চের অগ্রিম টিকেট। দেশের উত্তরাঞ্চলের বাসের অগ্রিম টিকেট বিক্রি চলছে। প্রথম দিনে টিকেট প্রত্যাশীদের সংখ্যা ছিল অনেক বেশি। বাড়তি ভাড়ায় টিকেট কাটারও অভিযোগ করেছেন যাত্রীরা। বিআরটিসি বাসের অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আজ থেকে অগ্রিম ট্রেনের টিকেট বিক্রি ॥ অন্যদিকে ৮ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত। অন্যদিকে ঈদ শেষে ফিরতি টিকেট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট থেকে, চলবে ১৯ আগস্ট পর্যন্ত। রেলওয়ে মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন জানান, অগ্রিম টিকেট বিক্রিতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পাশাপাশি টিকেট কালোবাজারি রোধে নেয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। তিনি জানান, আমরা যাত্রীদের উত্তম সেবা দেয়ার চেষ্টা করছি। এবারের ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় তিন লাখ যাত্রী রেলওয়ে পরিবহন করবে বলেও জানান তিনি। গেল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, আগামী ২২ আগস্ট ঈদের সম্ভাব্য তারিখ ধরে প্রতিবারের মতো এবারও ১০ দিন আগে থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। প্রতিবারের মতো এবারও একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট সংগ্রহ করতে পারবেন। ঢাকায় ২৬টি কাউন্টার থেকে অগ্রিম টিকেট বিক্রি করা হবে। এর মধ্যে দুটি কাউন্টার নারী যাত্রীদের জন্য সংরক্ষিত থাকবে। ৮ আগস্ট বিক্রি হবে ১৭ আগস্টের টিকেট। এভাবে ৯, ১০, ১১ ও ১২ আগস্ট পর্যায়ক্রমে টিকেট মিলবে ১৮, ১৯, ২০ এবং ২১ আগস্টের টিকেট। সকাল ৮টা থেকে কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় অগ্রিম টিকেট বিক্রি করা হবে। আগামী ১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদফেরত যাত্রীদের জন্য ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি। ঈদফেরত অগ্রিম টিকেট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে টিকেট বিক্রি শুরু হবে। ফিরতি টিকেটের মধ্যে ১৫ আগস্টে পাওয়া যাবে ২৪ আগস্টের টিকেট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭ ও ২৮ আগস্টের টিকেট। সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান, সুষ্ঠু ও নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত রেল কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হবে। আর ঈদযাত্রায় যে কোন নাশকতা ঠেকাতে আনসার, জিআরপি, র‌্যাব, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। তিনি বলেন, বাংলাদেশ রেলওয়েতে প্রতিদিন প্রায় দুই লাখ ৬০ হাজার যাত্রী চলাচল করে। তবে এবার ঈদ উপলক্ষে দৈনিক তিন লাখ যাত্রী চলাচলের ব্যবস্থা নেয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, ঈদ উপলক্ষে বাড়তি কোচ সংযোজন ও লোকোমোটিভ সরবরাহ করা হবে এবং টিকেট কালোবাজারি প্রতিরোধে সার্বক্ষণিক পাহারা থাকবে। রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার কোরবানির ঈদের আগে চার দিন সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে বিভিন্ন গন্তব্যে। এ ছাড়া ঈদের পর আরও ৭ দিন এসব বিশেষ ট্রেন চলবে। ঢাকা-দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুটি করে, ঢাকা-রাজশাহী, ঢাকা-দিনাজপুর, ঢাকা-লালমনিরহাট ও ঢাকা-খুলনা রুটে এ সব ট্রেন চলবে। এ ছাড়া ভৈরব-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে ঈদের দিন চলবে শোলাকিয়া স্পেশাল। এবার ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করবে। এ ছাড়া ঈদের পাঁচ দিন আগে (সম্ভাব্য তারিখ ১৮ আগস্ট) থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর রুটের সব ট্রেনের ডে-অফ বাতিল করা হয়েছে। ১০ আগস্ট থেকে লঞ্চের অগ্রিম টিকেট ॥ আগামী ১০ আগস্ট থেকে দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য অগ্রিম লঞ্চের টিকেট বিক্রি শুরু হবে। শুধুমাত্র কেবিনের যাত্রীরা অন্য বারের মতো এবারও অগ্রিম টিকেট সংগ্রহ করতে পারবেন সদরঘাট নদী বন্দর থেকে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাত্রী) পরিবহন সংস্থার সচিব ছিদ্দিকুর রহমান জানিয়েছেন, লঞ্চের অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত এখনও চূড়ান্ত না হলেও আশা করছি ১০ আগস্ট থেকে বিক্রি শুরু হতে পারে। এদিকে বিআরটিসি বাসের অগ্রিম টিকেট দেয়া এখনও শুরু হয়নি। চলতি সপ্তাহে তা চূড়ান্ত হতে পারে। বাসের টিকেটের জন্য দীর্ঘ লাইন ॥ জনপ্রিয় পরিবহন কোম্পানিগুলোর টিকেটের চাহিদা সবচেয়ে বেশি। তাই উত্তরাঞ্চলের বাসের টিকেট বিক্রি শুরুর দিন ভোর থেকেই কাউন্টারের সামনে ছিল উপচেপড়া মানুষের উপস্থিতি। মহিলাদের জন্য ছিল পৃথক বুথের ব্যবস্থা। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ মেলেনি। বাস কোম্পানির মালিকরা জানিয়েছেন, ২০ ও ২১ আগস্টের টিকেটের চাহিদা সবচেয়ে বেশি। টিকেট থাকা সাপেক্ষে আগামী কয়েকদিন বাসের টিকেট বিক্রি হবে। সকালে গাবতলী, কল্যাণপুর ও টেকনিক্যাল মোড়ে বিভিন্ন পরিবহনের কাউন্টারে গিয়ে টিকেট প্রত্যাশীদের ব্যাপক ভিড় দেখা যায়। পরিবহন সংস্থাগুলো ১৬ থেকে ২১ আগস্টের অগ্রিম টিকেট বিক্রি করছে। আগামী ২২ আগস্ট ঈদের সম্ভাব্য তারিখ ধরে এবার ২১ থেকে ২৩ আগস্ট ঈদের ছুটি ঠিক করেছে সরকার। তবে চাঁদ দেখা সাপেক্ষে এই ছুটিতে একদিন হেরফের হতে পারে। ঢাকা থেকে যারা গ্রামের বাড়িতে ঈদ করতে যান, তাদের একটি বড় অংশ ঈদের ছুটি শুরুর আগে শেষ কর্মদিবসের অফিস করে রাজধানী ছাড়েন। এ কারণেই ২০ তারিখের টিকেটের চাহিদা বেশি বলে কাউন্টার ব্যবস্থাপকরা জানান। উত্তরবঙ্গের প্রায় সবক’টি জেলার নন-এসির বাসের অগ্রিম টিকেট গাবতলীর নিজস্ব ডিপোতে বিক্রি করছে হানিফ এন্টারপ্রাইজ; এসি বাসের অগ্রিম টিকেট দেয়া হচ্ছে কল্যাণপুর কাউন্টার থেকে। হানিফ এন্টারপ্রাইজের গাবতলী ডিপোতে সকাল ৬টা থেকে অপেক্ষা করে সাড়ে ৯টায় টিকেট পান দিনাজপুরের যাত্রী কাজল। ১৯ তারিখের টিকেটে অন্য সময়ের চেয়ে ৭০ টাকা বেশি দিতে হয়েছে বলে জানান তিনি। কল্যাণপুরে হানিফ এন্টারপ্রাইজের কর্মী একেএম রইসুল আলম সবুজ বলেন, তারা ১৬ থেকে ২১ আগস্টের অগ্রিম টিকেট দিচ্ছেন। বিআরটিএ যে ভাড়া নির্ধারণ করে দিয়েছে, সেটাই আমরা এখন নিচ্ছি। অন্য সময় প্রতিযোগিতা থাকে, ফিরতি ট্রিপেও যাত্রী পাওয়া যায়, তাই দাম কিছুটা কম রাখা হয়। এখন নির্ধারিত ভাড়া নিচ্ছি বলে পাবলিকের কাছে বেশি মনে হচ্ছে।
×