ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তলা ফেটে পদ্মার চরে আটকে থাকা ডাম্ব ফেরি ৮ ঘণ্টা পর উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৮, ৮ আগস্ট ২০১৮

তলা ফেটে পদ্মার চরে আটকে থাকা ডাম্ব ফেরি ৮ ঘণ্টা পর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৭ আগস্ট ॥ কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে পদ্মায় নাব্য সঙ্কট ও অসংখ্য ডুবোচরের কারণে ফেরিসহ নৌচলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মঙ্গলবার শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা ডাম্ব ফেরি রানীক্ষেতের তলা ফেটে পদ্মারচরে আটকে যায়। কর্তৃপক্ষের চেষ্টায় ৮ ঘণ্টা পর বিকেল ৫টার দিকে উদ্ধার করে শিবচরের কাঁঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে আনা হয়েছে। এ দিকে বিকেল সাড়ে ৫টা থেকে পদ্মা উত্তাল ও তীব্র স্রোতের কারণে লঞ্চ ও স্পিডবোট পারাপার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা গেছে, পদ্মায় নাব্য সঙ্কটের কারণে মঙ্গলবার সকাল ৭টার দিকে লৌহজং টার্নিং পয়েন্টে বিকল্প চ্যানেল মুখে ডুবোচরে ২২টি যানবাহন ও শতাধিক যাত্রী নিয়ে ডাম্ব ফেরি রানীক্ষেত আটকে পড়ে। এ সময় ফেরিটির তলা ফেটে ঝুঁকিপূর্ণভাবে পানি ঢুকতে থাকে। বাধ্য হয়ে ফেরির মাস্টার ফেরিটিকে চরে ঠেকিয়ে দেয়।
×