ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিটনেসবিহীন গাড়ির মালিকদের কঠোর শাস্তির বিধান চায় যুক্তফ্রন্ট

প্রকাশিত: ০৫:৫৮, ৮ আগস্ট ২০১৮

ফিটনেসবিহীন গাড়ির মালিকদের কঠোর শাস্তির বিধান চায় যুক্তফ্রন্ট

স্টাফ রিপোর্টার ॥ যুক্তফ্রন্ট লাইসেন্সবিহীন ড্রাইভার ও ফিটনেসবিহীন গাড়ির মালিকদের জনসাধারণের জন্য একটি ভয়াবহ গোষ্ঠী উল্লেখ করে তাদের বিষয়ে কঠোর শাস্তির বিধান সড়ক আইনের সংশোধনীতে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক যুক্ত বিবৃতিতে সরকারের প্রতি এ আহ্বান জানান। বিবৃতিতে যুক্তফ্রন্ট নেতারা বলেন, মন্ত্রিসভায় অনুমোদিত সড়ক আইনের সংশোধনী জনগণের ইচ্ছা-আকাক্সক্ষাকে প্রতিফলিত করতে পারেনি। কারণ দুই শ্রেণীর গাড়ির মালিক ও দুই শ্রেণীর গাড়ির ড্রাইভারের পার্থক্য তুলে ধরে সংশোধনীতে শাস্তির বিধান করা উচিত ছিল।
×