ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রস্তাবিত সড়ক পরিবহন আইন শুভঙ্করের ফাঁকি ॥ রিজভী

প্রকাশিত: ০৫:৫৭, ৮ আগস্ট ২০১৮

প্রস্তাবিত সড়ক পরিবহন আইন শুভঙ্করের ফাঁকি ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ প্রস্তাবিত সড়ক পরিবহন আইন শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, তড়িঘড়ি করে মন্ত্রিসভায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর খসড়া অনুমোদন দেয়া হয়েছে। এ আইন আদৌ সংসদে পাস হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নাগরিকরা। তিনি বলেন, এ আইন নিরাপদ সড়কের জন্য পর্যাপ্ত নয়। এ আইনে গণপরিবহনে নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, এ আইনে গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকবে। রিজভী বলেন, বিএনপি নেতাদের নামে অপপ্রচারের জন্য ক্ষমতাসীনদের ফেসবুকে ভুয়া এবং কাল্পনিক তথ্য দিয়ে একের পর এক পোস্ট দেয়া হচ্ছে। এসব পোস্টে বলা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আমার নামে ইসলামী ব্যাংকে কোটি কোটি টাকা জমা আছে। এ অদ্ভূত এবং হাস্যকর তথ্যের জন্য ফেসবুকে পোস্ট প্রদানকারীকে আন্তর্জাতিক পুরস্কার দেয়া উচিত। ভীত ও নার্ভাস হয়ে ক্ষমতা ধরে রাখতে সরকার নানা ধরনের নোংরা চাতুরির আশ্রয় নিচ্ছে।
×