ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:৫৬, ৮ আগস্ট ২০১৮

বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় বেতন ও বোনাসের দাবিতে বাউশিয়া ওয়েল প্যাক শিল্প কারখানার শ্রমিকরা দুদিন ধরে কর্মবিরতি পালন ও বিক্ষোভ মিছিল করছে। মঙ্গলবার দুপুরে শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পয়েন্টে অবরোধের চেষ্টা করে। এদিকে সন্ধ্যায় পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে শ্রমিকরা আন্দোলন বন্ধ করে কাজে ফিরে যায়। গজারিয়া থানার পুলিশ জানায়, কারখানাটির শ্রমিকরা গত দুদিন ধরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের জন্য আন্দোলন করে আসছিল। সকালে তারা কাজে যোগ না দিয়ে কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করার চেষ্টা করে। তবে পুলিশ তাদের মহাসড়কে দাঁড়াতে দেয়নি। বিষয়টি মানবিক হওয়ায় আমরা মালিক পক্ষকে বুঝানোর চেষ্টা করি। শ্রমিকদের দাবির মুখে বিকেলে কারখানাটির মালিক মোঃ মানিক শেখ শ্রমিকদের অধিকাংশ দাবি মেনে নেবার ঘোষণা দেন। মালিক পক্ষ থেকে বলা হয় আগামী ১৫ তারিখের মধ্যে শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধ করা হবে। শ্রমিক পক্ষের এ ঘোষণার পর শ্রমিকরা কাজে ফিরে যায়।
×