ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মগবাজার দুর্ঘটনা

গোল্ডেন লাইনের মালিক ও চালক কারাগারে

প্রকাশিত: ০৫:৫৫, ৮ আগস্ট ২০১৮

গোল্ডেন লাইনের মালিক ও চালক কারাগারে

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর মগবাজারে ফাঁকা রাস্তায় বাসচাপা দিয়ে এক যুবকের প্রাণহানির ঘটনায় এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক ও চালককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর হাকিম ফাহ্দ বিন আমিন চৌধুরী এ আদেশ দেন। মামলাটির তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার এসআই মোঃ মিজানুর রহমান রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেছিলেন। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করে দেন। আসামিরা হলেন- সাতক্ষীরা-ঢাকা রুটের এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক মোঃ জুনায়েদ হোসেন লস্কর ও গাড়িচালক ইমরান সরদার। গত ৪ আগস্ট ইমরান সরদারের দুদিন ও ৫ আগস্ট জুনায়েদ হোসেনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এজাহারে জানা যায়, গত ৩ আগস্ট মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী মগবাজার কমিউনিটি হাসপাতালের চাকরিজীবী সাইফুল ইসলাম ওরফে রানা (২৩) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় এবং এর চালককে ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
×