ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আহত কর্মীদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৪, ৮ আগস্ট ২০১৮

আহত কর্মীদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় দলের আহত কর্মীদের দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান। মঙ্গলবার বিকেলে তিনি হাসপাতালে পৌঁছে আহতদের শয্যা পাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রী আহত কর্মীদের সান্ত¡না দেন। দায়িত্বরত চিকিৎসকরা আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানান। এ সময় প্রধানমন্ত্রী উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশ পাঠাতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধতন কর্মকর্তাদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এএকেএম এনামুল হক শামীম, সাবেক স্বাস্থ্যমস্ত্রী অধ্যাপক ডাঃ রুহুল হক এমপি, ডাঃ হাবিবে মিল্লাত এমপি প্রমুখ। প্রসঙ্গত, গত ৪ আগস্ট বিকেলে জিগাতলা ও ধানম-িতে দুর্বৃত্তদের সঙ্গে আওয়ামী লীগের কার্যালয়ের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে কয়েকজন কর্মী আহত হন। দুর্বৃত্তদের হামলায় এক চোখ বিকল হয়ে যাওয়া আরাফাতুল ইসলাম বাপ্পিসহ গুরুতর আহত চারজনের ব্যাপারে খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।
×