ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবারও বিদেশী কূটনীতিকদের কাছে নালিশ বিএনপির

প্রকাশিত: ০৫:৫৩, ৮ আগস্ট ২০১৮

আবারও বিদেশী কূটনীতিকদের কাছে নালিশ বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ বিদেশী কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতারা। মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জানা যায়, বৈঠকে বিএনপির পক্ষ থেকে বিদেশী কূটনীতিকদের কাছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও ৩ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির চিত্র তুলে ধরা হয়। এ ছাড়া কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে বিদেশী কূটনীতিকদের সহযোগিতা চায় বিএনপি। তবে বিএনপি কিংবা কূটনীতিকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠকে আলোচনার বিষয় নিয়ে কিছু জানানো হয়নি। বিকেল ৫টা থেকে এক ঘণ্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত বৈঠকে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ ও সরকারী দল হামলা-নির্যাতন চালিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে বিদেশী কূটনীতিকদের কাছে অভিযোগ করা হয়। এ সময় এ সংক্রান্ত ভিডিও চিত্রও বিদেশী কূটনীতিকদের প্রদর্শন করা হয়। একইভাবে ৩ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কারচুপির চিত্রও তুলে ধরা হয়। এর পর দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই এ বিষয়ে বিএনপি বিদেশী কূটনীতিকদের সহযোগিতা চায়। বৈঠকে বিদেশী কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, নরওয়ে ও সুইজারল্যান্ড, স্পেন, কুয়েত, অস্ট্রেলিয়া, নরওয়ে ও পাকিস্তানসহ ১৩টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা, অসুস্থতা, জামিন ও মুক্তি না পাওয়া, দলের নেতাকর্মীদের মামলাসহ আরও বিভিন্ন বিষয়ে বিদেশী কূটনীতিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এ নিয়ে ৪ দফা বিদেশী কূটনীতিকদের সঙ্গে বৈঠক করে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে দলের অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, এজে মোহাম্মদ আলী, দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা, ব্যারিস্টার মীর হেলাল, নির্বাহী কমিটির সদস্য জেবা খান, তাবিথ আউয়াল প্রমুখ। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা নিয়ে ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তাঁকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে রাখা হয়। খালেদা জিয়া কারাগারে অসুস্থ হলে কারাকর্তৃপক্ষ সরকারী হাসপাতালের ডাক্তার দিয়ে চিকিৎসা করান। তবে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয় কারাগারে খালেদা জিয়ার সঠিক চিকিৎসা হচ্ছে না। এ জন্য তারা ব্যক্তিগত চিকিৎসক দিয়ে চিকিৎসা প্রদান এবং তাঁকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দেয়ার দাবি জানায়। এ ছাড়া তার মুক্তির দাবিতে বিভিন্ন আন্দোলন কর্মসূচী পালনের পাশাপাশি আইনী লড়াইও চালানো হয়। খালেদা জিয়ার জামিন কিংবা মুক্তি না হওয়ার বিষয়টি নিয়ে এর আগেও কয়েক দফা বিদেশী কূটনীতিকদের সঙ্গে আলোচনা করা হয়। তবে কূটনীতিকদের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে তেমন সহযোগিতা পায়নি বিএনপি। তারপরও কূটনীতিকদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখছে বিএনপি। ২০ দলীয় জোটের বৈঠক ॥ দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠক করেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সিনিয়র নেতারা। সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, ৩ সিটি কর্পোরেশন নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন ও একাদশ জাতীয় নির্বাচনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ২০ দলীয় জোটের অন্য শরিক দলের নেতারাও অংশ নেন।
×