ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ডের বিচারকার্য শুরু“

প্রকাশিত: ০৭:২২, ৭ আগস্ট ২০১৮

চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ডের বিচারকার্য শুরু“

সংস্কৃতি ডেস্ক ॥ ‘চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড’-এর জন্য এবার জমা পড়েছে প্রায় ৭ হাজার গান। এ গানগুলো নিয়ে শুরু হয়েছে শুধু সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আয়োজন ‘চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ডস ২০১৮’-পাওয়ার্ড বাই সেভেন আপের বিচার কার্যক্রম। প্রতিবারের মতো এবারও বিভিন্ন বিভাগে দেয়া হবে সঙ্গীতের গুরুত্বপূর্ণ এই পুরস্কার। সে লক্ষ্যে এরই মধ্যে ক্রিটিক এ্যাওয়ার্ডের বিচার কার্যক্রমের প্রথম সেশন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন প্রথিতযশা সঙ্গীতশিল্পী ফেরদৌসী রহমান, লালন সঙ্গীতের খ্যাতনামা শিল্পী ফরিদা পারভীন এবং রবীন্দ্রসঙ্গীতের অন্যতম শিল্পী তপন মাহমুদ। আয়োজক সূত্রে জানা গেছে, এবারে মোট ১৪ ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে ক্রিটিক এ্যাওয়ার্ড বিচার কার্যক্রম। এর বাইরে থাকছে আজীবন সম্মাননা, বিশেষ সম্মাননা এবং ৫টি ক্যাটাগরিতে গোল্ডেন ভয়েস এ্যাওয়ার্ড। এবারের আয়োজনে বিচারক হিসেবে রয়েছেন ফেরদৌসী রহমান, ফরিদা পারভীন এবং তপন মাহমুদ। তাদের ছাড়াও আরও যারা এই বিচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন তারা হলেনÑ আজাদ রহমান, শেখ সাদী খান, সুবীর নন্দী, মকসুদ জামিল মিন্টু, গাজী মাজহারুল আনোয়ার, মানাম আহমেদ, সমরজিৎ রায় চৌধুরী, আব্দুর রহমানসহ বিশিষ্ট সঙ্গীত গুণীজন। বিচার কার্যক্রমের এই প্রক্রিয়া শেষে খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদানের চূড়ান্ত অনুষ্ঠান। বর্তমান অডিও বাজারে এখন যত ধরনের মাধ্যম ব্যবহার করে অডিও রিলিজ করা হয়, সেই সব মাধ্যম থেকেই এবারে ২০১৭ সালে প্রকাশিত গানগুলো নিয়ে এই বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
×