ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হিরোশিমা দিবসে জাপান বাংলা পিস ফাউন্ডেশনের সাংস্কৃতিক আয়োজন

প্রকাশিত: ০৭:২০, ৭ আগস্ট ২০১৮

হিরোশিমা দিবসে জাপান বাংলা পিস ফাউন্ডেশনের সাংস্কৃতিক আয়োজন

স্টাফ রিপোর্টার ॥ ‘নো মোর হিরোশিমা-নো মোর নাগাসাকি, এ ট্র্যাজেডি নেভার টু বি রিপিটেড’ সেøাগানে ‘জাপান বাংলা পিস ফাউন্ডেশন’-এর আয়োজনে ‘হিরোশিমা দিবস-২০১৮’ পালিত হয়েছে। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সোমবার বিকেল ৫টা থেকে আয়োাজন শুরু হয়। আয়োজনের মধ্যে ছিল হিরশিমা-নাগাসাকি ট্র্যাজেডি স্মরণে সচেতনতামূলক পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী। এদিন সন্ধ্যা ৬-১৫ মিনিটে যুদ্ধ ও পারমাণবিক অস্ত্রবিরোধী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এ আয়োজনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় জাপান দূতাবাসের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি। আলোচনা অনুষ্ঠানে হিরোশিমা-নাগাসাকি ট্রাজেডির ভয়াবহতা সামনে রেখে যুদ্ধবিরোধী মূলবক্তব্য প্রদান করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) ষাণ¥াসিক সভাপতি রামেন্দু মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক আব্দুল মান্নান ইলিয়াস, জাপান বাংলা পিস ফাউন্ডেশনের মহাসচিব ডাঃ কায়েম উদ্দিন, ড্যাফোডিল ইউনিভার্সিটির চেয়ারম্যান মোঃ সবুর খান, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের মহাসচিব তারেক রাফি ভূঁইয়া, ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল নাট্যজন কামাল বায়েজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপান বাংলা পিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হুমায়ুন কবির। এছাড়াও এ আয়োজনে সমাজ সেবায় আলহাজ মোঃ শাহ জাহান চৌধুরী লিটন এবং সাংবাদিকতায় ফিরোজ মান্না প্রথমবারের মতো ‘জাপান বাংলা পিস ফাউন্ডেশন’ প্রবর্তিত ‘জেবিপিএফ পিস এ্যাওয়ার্ড’ পান বলে জানিয়েছেন জেবিপিএফএর মহাসচিব ডাঃ কায়েম উদ্দিন। সংগঠনটির প্রেসিডেন্ট হুমায়ুন কবির বলেন, যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র মুক্ত মানবিক বিশ্ব গড়ার লক্ষ্যে বাংলাদেশে সম্পূর্ণ অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাপান বাংলা পিস ফাউন্ডেশন’ ২০০৩ সাল থেকে অদ্যাবধি যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র মুক্ত মানবিক বিশ্ব গড়তে জাপানের হিরোশিমা-নাগাসাকির ভয়াবহতা সামনে রেখে নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের প্রোগ্রাম অরগানাইজার তানভীর শেখ জানান ‘জাপান বাংলা পিস ফাউন্ডেশন’ বিভিন্ন সময়ে ‘হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম, জাপান ও ঢাকায় জাপান দূতাবাসের সহযোগিতায় যুদ্ধ ও পারমাণবিক অস্ত্র মুক্ত মানবিক বিশ্ব গড়তে সচেতনতামূলক পোস্টার ও ভিডিও প্রদর্শনী, পিস র‌্যালি, সেমিনার, যুদ্ধবিরোধী আলোচনা, বিভিন্ন সাময়িকীতে লেখাপ্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে আসছে। তিনি আরও বলেন, প্রতিবারের মতো এবারও ‘জাপান বাংলা পিস ফাউন্ডেশন’-এর আয়োজনে এবং ‘হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম, জাপান’, ‘ঢাকায় জাপান দূতাবাস’ এবং ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার, ঢাকা’-এর সহযোগিতায় এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সড়ক দুর্ঘটনায় অকাল প্রয়াত স্কুল শিক্ষার্থী দিয়া ও করিমকে উৎসর্গ করে ‘হিরোশিমা দিবস-২০১৮’ অনুষ্ঠিত হয়। এছাড়া আলোচনা অনুষ্ঠানের পরে এ আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে হিরোশিমা-নাগাসাকি ট্রাজেডি অবলম্বনে ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার, ঢাকার প্রযোজনা নক্সা মূকাভিনয় ‘দ্য ডার্ক হিস্টরি’-এর উদ্বোধনী মঞ্চায়ন হয়। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন তানভীর শেখ ও একক পরিবেশনায় ছিলেন ইয়াছিন আরাফাত। এর পরপরই সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশে বসবাসরত জাপানিজ নাগরিকদের সংগঠন ‘বাজনা বিট’। যৌথ পরিবেশনায় ছিলেন মায়ে ওয়াতানাবে ও সুনসুকে মিজুতানি।
×