ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে সন্তুষ্ট লিটন

প্রকাশিত: ০৭:১৭, ৭ আগস্ট ২০১৮

ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে সন্তুষ্ট লিটন

স্পোর্টস রিপোর্টার ॥ তিন বছর আগে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল। ঘরোয়া ক্রিকেটে টানা দুর্দান্ত নৈপুণ্য দেখালেও অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে থিতু হওয়ার মতো তেমন আহামরি কোন নৈপুণ্য দেখাতে পারেননি তরুণ ওপেনার লিটন কুমার দাস। ২০১৫ সালের ১০ জুন টেস্ট অভিষেক, ১৮ জুন ওয়ানডে অভিষেক এবং ৫ জুলাই টি২০ অভিষেক হয় ২৩ বছর বয়সী এ ডানহাতি মারকুটে ওপেনারের। কিন্তু নিজেকে মেলে ধরতে ধরতে অবশেষে সুদূর মার্কিন মুলুকে গিয়ে পারলেন। ক্যারিয়ারের ১৫তম টি২০ খেলতে নেমে প্রথম অর্ধশতক হাঁকিয়ে দলকে জেতালেন এবং ম্যাচসেরাও হলেন প্রথমবারের মতো। তার ৩২ বলে ৬ চার, ৩ ছক্কায় করা ৬১ রানের ঝড়ো ইনিংসে ম্যাচ জেতার পাশাপাশি সিরিজও জিতেছে বাংলাদেশ দল। এমন একটি অর্জনে অবদান রাখতে পারায় নিজেকে ভাগ্যবান ভাবছেন লিটন। ১০ টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান ৯৪- তিনটি অর্ধশতক, ১২ ওয়ানডেতে সর্বোচ্চ রান ৩৬, আগের ১৪ টি২০ ম্যাচে সর্বোচ্চ ইনিংস ৪৩! ধারাবাহিকতার দারুণ অভাবে তাই দলে যাওয়া-আসার মধ্যেই ছিলেন লিটন। অনেকে বলতে শুরু করেছিলেন এ ওপেনার শুধু ঘরোয়া ক্রিকেটেই হিংস্র বাঘ! অভিজ্ঞ এবং অপরিহার্য ওপেনার তামিম ইকবালের সঙ্গী হিসেবে ভরসা করার মতো আর কাউকে পাওয়া যাচ্ছিল না। তবে সুযোগটা সাম্প্রতিক সময়ে বেশ ভালই পাচ্ছিলেন লিটন। অবশেষে সেই সুযোগ কাজে লাগালেন সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লডারহিলে হওয়া সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজকে দুমড়ে-মুচড়ে দেয়ার পেছনে তার ৩২ বলে ৬১ রানের ঝড়ো ইনিংসটি অনেক বড় অবদান রেখেছে। সে কারণেই ক্যারিবীয়দের বিপক্ষে নিজেদের সেরা দলীয় ইনিংস পেয়েছে বাংলাদেশ। মাত্র ২৪ বলেই অর্ধশতক পাওয়া লিটন সাইক্লোন বইয়ে দিয়েছিলেন এ্যাসলে নার্সের করা দ্বিতীয় ওভারে দুই ছক্কা ও ১ চারে ১৭ রান এবং আন্দ্রে রাসেলের করা চতুর্থ ওভারে দুই চারসহ ১৯ রান তুলে নিয়ে। শেষ পর্যন্ত জয়ের নায়ক হিসেবে প্রথমবার ম্যাচসেরা ও দ্রুততম অর্ধশতকের পুরস্কারও পেয়েছেন লিটন। ম্যাচশেষে তাই তিনি বলেন, ‘এটা নিঃসন্দেহে আমাদের জন্য বড় জয়। ওরা অনেক ভাল দল, বিশ্ব চ্যাম্পিয়ন। পিচ আমাদের দেশের মতো। তাই সহজে পরিকল্পনা করতে পেরেছি। এটা আমার প্রথম হাফ সেঞ্চুরি। অনেক দিন ধরেই রান করতে পারছিলাম না। রান করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’
×