ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্টোকসের ক্যারিয়ার কোর্টে ঝুলছে

প্রকাশিত: ০৭:১৫, ৭ আগস্ট ২০১৮

স্টোকসের ক্যারিয়ার কোর্টে ঝুলছে

স্পোর্টস রিপোর্টার ॥ এজবাস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করে ইংল্যান্ডের নাটকীয় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বেন স্টোকস। সাজঘরে ফেরান প্রতিপক্ষ অধিনায়ক বিরাট কোহলিসহ চার ব্যাটসম্যানকে। কিন্তু লর্ডসের দ্বিতীয় টেস্টেই খেলা হচ্ছে না তুখোড় এই অলরাউন্ডারের। কারণ গত বছর ব্রিস্টলে মারামারির মামলায় ব্রিস্টল ক্রাউন কোর্টে বিচার শুরু হয়েছে স্টোকসের। সোমবার বিকেলে শুরু হওয়া এই বিচারের ওপর নির্ভর করবে তারকা ক্রিকেটারের ভবিষ্যত। ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ওয়ানডে ম্যাচের কয়েকঘণ্টা পর রাতে স্থানীয় ক্লিফটন ট্রাইএঙ্গেলের (পানশালা) বাইরে মারামারিতে জড়িয়ে পড়েন এই ‘ব্যাড বয়’। যদিও তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ তিনি অস্বীকার করেন। ২৭ বছর বয়সী স্টোকস ছাড়াও ব্রিস্টল কোর্টে একই ঘটনার জন্য বিচারের মুখোমুখি হয়েছেন ওই সময় তার সঙ্গে থাকা রায়ান আলি এবং রায়ান হেল। ব্রিস্টলে এক নাইটক্লাবের বাইরে দু-জন ব্যক্তির সঙ্গে মারধরে জড়িয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সে ঘটনায় আদালতে তার বিরুদ্ধে মামলা এখনও চলমান। গত মার্চে তাকে নিঃশর্ত জামিন দিয়ে বিচারের পরবর্তী দিন ধার্য করা হয়েছিল আগস্টের ৬ তারিখ। ফলে, প্রথম টেস্ট শেষ হওয়ার পরদিনই আদালতের মুখোমুখি হতে হয় স্টোকসকে। এজবাস্টন জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা অলরাউন্ডার স্টোকসকে তাই দ্বিতীয় টেস্টের দলে রাখতে পারেননি নির্বাচকরা। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া লর্ডস টেস্টের দল থেকে তাকে বাদ দিতে হয়েছে। চোট কাটিয়ে স্টোকসের বদলি হিসেবে দলে ফিরেছেন ক্রিস ওকস। মারমারির ওই ঘটনার পরও গুরুত্বপূর্ণ এ্যাশেজ সিরিজের দলে রাখা হয়েছিল স্টোকসকে। কিন্তু আদালতের মামলার কারণে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় দলের সঙ্গী হতে পারেননি। এ্যাশেজে লজ্জাজনকভাবে হেরেছিল ইংল্যান্ড। অনেকেই ভেবেছিলেন তারকাখ্যাতি ও বোর্ডের চাহিদার কারণে কিছুটা ছাড় পাবেন স্টোকস। কিন্তু ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো সভ্য গণতান্ত্রিক দেশে সেটি যে সম্ভব নয় প্রথম টেস্টের পরদিনই ব্রিস্টলের ক্রাউন কোর্টে স্টোকসের শুনানি তার প্রমাণ। মামলা দায়েরকারী স্থানীয় পুলিশ মারামারির ঘটনার ভিডিও ফুটেজও সংগ্রহ করে। সুতরাং শুনানি শেষে শাস্তির মুখে পড়লে স্টোকসের ক্রিকেট ক্যারিয়ারই বড় রকমের ধাক্কা খাবে। ওদিকে বাজে পারফর্ম্যান্সের কারণে লর্ডস টেস্টের দল থেকে বাদ পড়েছেন ডেভিড মালান। তার জায়গায় এসেছেন অভিষেকের অপেক্ষায় থাকা অলিভার পোপ। সম্প্রতি ইংল্যান্ড দলে মালানের সময়টা ভালো যাচ্ছিল না। এই গ্রীষ্মে তিন টেস্টের কোনটিতে ৩০ পর্যন্ত যেতে পারেননি তিনি। এজবাস্টনে মালান ২১ রানে কোহলির ক্যাচ ফেলেছিলেন স্লিপে, জীবন পেয়ে কোহলি করেন ১৪৯ রান। মালানের জায়গায় দলে আসা সারের ব্যাটসম্যান পোপ এই মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ৮৫.৫০ গড়ে তিন সেঞ্চুরিতে করেছেন ৬৮৪ রান। সম্প্রতি ইংল্যান্ড লায়ন্সের হয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে করেন হাফ সেঞ্চুরি। ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান ১৫টি প্রথম শ্রেণীর ম্যাচে ৬৩.২৫ গড়ে করেছেন ১০১২ রান। দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড দল ॥ জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস এ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, এ্যালিস্টার কুক, স্যাম কুরান, কিটন জেনিংস, অলিভার পোপ, জেমি পোর্টার, আদিল রশিদ ও ক্রিস ওকস।
×