ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারও শিরোপার স্বাদ পেলেন কুজনেতসোভা

প্রকাশিত: ০৭:১৩, ৭ আগস্ট ২০১৮

আবারও শিরোপার স্বাদ পেলেন কুজনেতসোভা

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ দুই বছর পর আবারও শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন সভেতলানা কুজনেতসোভা। রবিবার ফাইনালে ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে হারিয়ে ওয়াশিংটন ওপেনের চ্যাম্পিয়ন হন তিনি। সেইসঙ্গে ক্যারিয়ারের ১৮তম ডব্লিউটিএ শিরোপা নিজের শোকেসে তোলেন ৩৩ বছর বয়সী এই রাশিয়ান তারকা। অনেক দিন ধরেই কব্জির ইনজুরিতে ভুগছিলেন সভেতলানা কুজনেতসোভা। চলতি বছরের শুরুতেই সার্জারি করান তিনি। ইনজুরির কারণে বেশ ক’দিন কোর্টের বাইরে ছিটকে পড়েন এই রাশিয়ান। চোঁট কাটিয়ে কোর্টে ফিরেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না দুইবারের গ্র্যান্ডস্লামজয়ী এই টেনিস তারকা। তবে হাল ছাড়েননি তিনি। ওয়াশিংটন ওপেনেই যেন তার ফল পেলেন কুজনেতসোভা। বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১২৮ নম্বরে থাকা এই রাশিয়ান তারকা রবিবার ফাইনালে ডোনা ভেকিচের মুখোমুখি হয়েছিলেন। শিরোপা জয়ের লড়াইয়ে তার গায়েই ফেবারিটের তকমাটা মাখানো ছিল। যদিওবা ডোনা ভেকিচ র‌্যাঙ্কিংয়ের বিচারে এগিয়ে ছিলেন। ক্রোয়েশিয়ান তারকার অবস্থান ৪৪। তবে হাড্ডাহাড্ডি লড়াই দেখেছে ওয়াশিংটন ওপেনের ফাইনাল। কঠিন লড়াইয়ের পর কুজনেতসোভা এদিন ৪-৬, ৭-৬ (৯/৭) এবং ৬-২ গেমে পরাজিত করেন ডোনা ভেকিচকে। এর আগে ২০১৬ সালে মস্কোতে সর্বশেষ শিরোপা জয়ের উচ্ছ্বাসের জোয়ারে ভেসেছিলেন রাশান তারকা কুজনেতসোভা। ওয়াশিংটন ওপেনে এটা তার দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৪ সালে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সেবার প্রথমবার অংশ নিয়েই সে টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরেন রাশিয়ান তারকা। এর পরের সময়টাতে আর ওয়াশিংটনে অংশগ্রহণ করেননি তিনি। দীর্ঘ চার বছর পর আবারও অংশ নিলেন কুজনেতসোভা। এবারও কোন ম্যাচ না হেরে শিরোপা জয়ের স্বাদ পেলেন। যে কারণে কুজনেতসোভা নিজেকে বেশ সৌভাগ্যবান বলেই মন্তব্য করলেন। ম্যাচের শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি জানতাম আজও ভাগ্য কিছুটা আমার পক্ষে কাজ করবে। ওয়াশিংটনে ভাগ্য আমার দিকেই থাকে। আমি কখনোই হারিনি এখানে। দুইবার খেলেছি এখানে দুইবারই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলাম।’ এদিকে, ২০১৪ সালে প্রথমবারের মতো কোন ডব্লিউটিএ শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন ডোনা ভেকিচ। এরপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই ক্রোয়েশিয়ান। গত বছরে আবারও নটিংহ্যাম ওপেনের চ্যাম্পিয়ন হন তিনি। কিন্তু এবার শিরোপা জয়ের খুব কাছাকাছি এসেও কোর্ট ছাড়তে হলো রানার-আপের হতাশা নিয়ে। ম্যাচ শেষে তাই চরম হতাশ ডোনা ভেকিচ। চ্যাম্পিয়ন হতে না পারায় নিজের কোচের কাছেই প্রথম দুঃখ প্রকাশ করেন ভেকিচ। তিনি বলেন, ‘আজ যা ঘটেছে সেজন্য দুঃখ প্রকাশ করছি। তবে আশা করি আমরা একত্রে আরও ফাইনাল খেলতে পারব।’ এসময় ক্রোয়েশিয়ান তারকা আরও বলেন, ‘টেনিস খেলাটা আসলে সহজ কোন খেলা নয়। তারপরও আমি এই খেলাটাকে ভালবাসি। আশা করি আমি আরও ফাইনাল খেলতে পারব এবং শিরোপাও জিততে পারব।’ এদিকে, ভেকিচের দুঃখে সহমর্মিতা প্রকাশ করেছেন ওয়াশিংটন ওপেনের চ্যাম্পিয়ন সভেতলানা কুজনেতসোভা। তিনি বলেন, ‘আমি নিশ্চিত তোমার জয় আসবে। টেনিস একটা কঠিন খেলা সে বিষয়ে কোন সন্দেহ নেই। বিশেষ করে তুমি যখন হেরে যাবে তখন এটা খুবই কষ্টের কিন্তু যখন জিতবে তখনই মনে হবে এই আনন্দটা সব পেয়েছির আনন্দ।’
×