ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সাড়ে তিন কোটি টাকার ফেব্রিক্স আটক

প্রকাশিত: ০৭:০০, ৭ আগস্ট ২০১৮

চট্টগ্রামে সাড়ে তিন কোটি টাকার ফেব্রিক্স আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বন্ড সুবিধার অপব্যবহার করে আমদানি করা প্রায় সাড়ে ৩ কোটি টাকার ফেব্রিক্সের একটি চালান আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দর থেকে চালানটি খালাসের প্রক্রিয়া চলছিল। কিন্তু শেষ মুহূর্তে খালাস কার্যক্রম স্থগিত করে কাপড়ের এই চালানটি আটকে দেয়া হয়। সোমবার চট্টগ্রাম কাস্টম হাউসের সংশ্লিষ্ট বিভাগ সূত্র জানায়, চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত সুফি এ্যাপারেলস লিমিটেড। বন্ড সুবিধার অপব্যবহার করে প্রতিষ্ঠানটি রেমন্ড ব্র্যান্ডের ফেব্রিক্স আমদানি করে। এর খালাসের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান চট্টগ্রামের কদমতলীর মেসার্স গফুর এন্টারপ্রাইজ। আমদানির ক্ষেত্রে ঘোষণার ব্যত্যয় ঘটেছে, এমন তথ্যের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা এই চালান আটক করেন। শতভাগ কায়িক পরীক্ষায় দেখা যায়, ঘোষণা অনুযায়ী ২৭ হাজার ৩শ কেজি ওজনের এই চালানে ৭৫ শতাংশ পলিস্টার ফেব্রিক্স ও ২৫ শতাংশ রেয়ন ফেব্রিক্সের বদলে আনা হয়েছে সেই পরিমাণ রেমন ব্র্যান্ডের পেন্টিং ফেব্রিক্স। শুল্কসহ এর মূল্য আসে ৩ কোটি ৩৬ লাখ টাকা। খালাস করে নেয়া সম্ভব হলে সরকারের বড় ধরনের রাজস্ব ক্ষতি হতো। চমেক হাসপাতালে ১৮ কোটি টাকার মেশিন উদ্বোধন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধির অংশ হিসেবে উদ্বোধন হয়েছে ১৮ কোটি টাকা মূল্যের তিনটি মেশিন। মেয়র আ জ ম নাছির উদ্দিন সোমবার দুপুরে এগুলো উদ্বোধন করেন। এছাড়া একটি ওয়ার্ডে মুক্তিযোদ্ধাদের জন্য শয়নকক্ষ ও উদ্বোধন করেন মেয়র। চমেক জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, যে তিনটি মেশিন উদ্বোধন করা হয়েছে সেগুলো হচ্ছে ১২ কোটি টাকা মূল্যের কোবাল্ট মেশিন, ২ কোটি টাকা মূল্যের ডিজিটাল মেমোগ্রাম এবং ৪ কোটি টাকা মূল্যের ব্রাকিথেরাপি মেশিন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জালাল উদ্দিন, উপ-পরিচালক ডাঃ আখতারুল ইসলাম, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি ডাঃ মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডাঃ ফয়সল ইকবাল এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা। হাসপাতাল পরিচালক জানান, সেবার মান এবং পরিধি বাড়াতে একের পর এক অত্যাধুনিক যন্ত্রপাতির সংযুক্তি ঘটানো হচ্ছে। শীঘ্রই হাসপাতালে আরও সাড়ে ১৬ কোটি টাকার মেশিন সংযুক্ত হবে। এর মধ্যে থাকবে সিটি স্ক্যান এবং আইসিইউ’র বিভিন্ন যন্ত্রপাতি।
×