ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঁচ হাজার পরিবারে চাল দেবে বিক্রমপুর ফাউন্ডেশন

প্রকাশিত: ০৭:০০, ৭ আগস্ট ২০১৮

পাঁচ হাজার পরিবারে চাল দেবে বিক্রমপুর ফাউন্ডেশন

বিক্রমপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে বিক্রমপুরের দুস্থদের মাঝে চাল বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হবে। সম্প্রতি ফাউন্ডেশনের সভাপতি ও আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যানের গুলশানের বাসায় অনুষ্ঠিত বোর্ড অব গবর্নরস এর সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত বোর্ড অব গভর্নরস এবং আজীবন সদস্যরা দুস্থদের মাঝে বিতরণের জন্য চাল অনুদানের প্রতিশ্রুতি দেন। আগামী নবেম্বর মাস থেকে ৫ হাজার দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প শুরু করা হবে। ফাউন্ডেশনের জন্য দশ হাজার টাকা অনুদান সাপেক্ষে আরও আজীবন সদস্য বৃদ্ধি করার জন্য সভায় সিদ্ধান্ত হয়। এ ছাড়া বিক্রমপুর ফাউন্ডেশনের ভবন নির্মাণের জন্য সভাপতি ৫ কাঠার জমি প্রদানের ঘোষণা দেন। ফাউন্ডেশনের সভাপতি ও আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এম এম এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব গবর্নরস এর সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। উপস্থিত ছিলেন, সিনিয়র সহসভাপতি গ্রুপ ক্যাপ্টেন (অব) কে এম নজিব, সহসভাপতি ও মুক্তিযোদ্ধা শহিদুর রহমান লাল, সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের পরিচালক মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাবেক অতিরিক্ত আইজি আবুল কাশেম হাওলাদার, ডিআইজি (এসবি) মাহবুবুর রহমান, অর্থমন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নাসির উদ্দিন আহমেদ, রিহ্যাবের সহসভাপতি ও ব্রিক ওয়ার্কস এর চেয়ারম্যান লিয়াকত আলী ভুঁইয়া মিলন, লৌহজং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি তালুকদার প্রমুখ। -বিজ্ঞপ্তি।
×