ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে ৩৫ জেলে অপহৃত ॥ উদ্ধার অভিযান শুরু

প্রকাশিত: ০৬:৫৯, ৭ আগস্ট ২০১৮

বঙ্গোপসাগরে ৩৫ জেলে অপহৃত ॥ উদ্ধার অভিযান শুরু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারে ডাকাতি ও ৩৫ জেলে অপহরণের খবর পাওয়া গেছে। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের কাছাকাছি অফিস কিল্লা ও ডুবোজাহাজ এলাকায় রবিবার রাতে দস্যুতা ও অপহরণের এ ঘটনা ঘটে। বনদস্যু ‘ছত্তার ভাই’ বাহিনীর সশস্ত্র দস্যুরা জেলেদের অপহরণ করেছে বলে কোস্টগার্ড, বনবিভাগ, মৎস্যজীবী নেতা ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে। তবে অপহৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড সোমবার ভোর থেকে অভিযান শুরু করেছে। দুবলা ফিশারমেন গ্রুপের সাধারণ সম্পাদক কামাল আহমেদ জানান, অপহৃত জেলেদের মধ্যে পিরোজপুরের বালিপাড়ার কংসা ও মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকার অন্তত ১৫ জেলে রয়েছেন। তবে, তাদের নাম জানা সম্ভব হয়নি। বনদস্যু ‘ছত্তার ভাই’ বাহিনী এ ঘটনা ঘটিয়েছে বলে জানান ওই মৎস্যজীবী নেতা। নাম প্রকাশ না করার শর্তে শরণখোলার একাধিক মৎস্য ব্যবসায়ী জেলেদের বরাত দিয়ে জানান, ‘ছত্তার ভাই’ বাহিনীর দস্যুরা জেলেদের ট্রলারে হামলা চালিয়ে অপহরণ ও লুটপাট চালায়। দস্যুরা দুটি ফিশিং ট্রলারে এসে জেলেদের ট্রলারে হানা দিয়ে ট্রলারে থাকা মোবাইল ফোন, টাকা ও অন্য মালামাল লুটে নেয়। দস্যুরা বাগেরহাটের কচুয়া উপজেলার বগা, শরণখোলা উপজেলার রাজৈর ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার আরও ২০ জেলেকে অপহরণ করেছে বলে তারা নিশ্চিত করেছেন।
×