ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় চউকের কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৬:৫৫, ৭ আগস্ট ২০১৮

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় চউকের কর্মকর্তা নিহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় ট্রাকের ধাক্কায় চউকের (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) নির্মাণাধীন লিংক রোড প্রকল্পের এক কর্মকর্তা নিহত হয়েছে। নিহত আব্বাস আলীর (৪৫) বাড়ি নড়াইল জেলা সদরের তুলারামপুর এলাকায়। সোমবার দুপুরে ইপিজেড আকমল রোডে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, চউক লিংক রোড প্রকল্পে কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন আব্বাস আলী। দুপুর ১টার দিকে তিনি দুর্ঘটনার শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মান্দায় পথচারী নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মান্দায় মোটরসাইকেলের ধাক্কায় আবদুস ছাত্তার সরদার (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক হোসেন আলী (৩২) আহত হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে উপজেলার মান্দা-নিয়ামতপুর সড়কের সোনাপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, ফুলবাড়ীতে রবিবার সন্ধ্যার দিকে সড়ক দুর্ঘটনায় বাদশা মিয়া নামের এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামে তার বাড়ি। জানা গেছে, ফুলবাড়ী থেকে বড়ভিটা যাওয়ার রাস্তায় ধান বোঝাই একটি শ্যালো মেশিনচালিত ট্রলি বেপরোয়া গতিতে ফুলবাড়ী উপজেলা শহরের দিকে আসতে ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এসেই বাইসাইকেল আরোহী মুক্তিযোদ্ধাকে চাপা দেয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় ফুলবাড়ী হাসপাতালে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। ওই দিন রাতে তার হাসপাতালে মৃত্যু হয়। জয়পুরহাটে শিক্ষক নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, কালাই উপজেলার সোনালী ব্যাংক এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কায় আব্দুল খালেক (৬৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তিনি পুরকালিতলা প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ছিলেন। সোমবার জয়পুরহাট- বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আব্দুল খালেক সোনালী ব্যাংক এলাকায় অটোভ্যান থেকে নেমে ভাড়া দিচ্ছিলেন। এসময় কালাইগামী একটি ব্যাটারিচালিত অটোভ্যান আব্দুল খালেককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
×