ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় নৌ দুর্ঘটনায় আহত শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৪, ৭ আগস্ট ২০১৮

নেত্রকোনায় নৌ দুর্ঘটনায় আহত শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৬ আগস্ট ॥ কলমাকান্দায় নৌ-দুর্ঘটনায় আহত হয়ে জয়নাল মিয়া নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জয়নাল মিয়া ওই উপজেলার কালিহালা গ্রামের আকবর আলীর ছেলে। জানা গেছে, শুক্রবার দুপুরে জয়নাল মিয়া কলমাকান্দা উপজেলার বরুয়াকোনা বাজারের পাশে মহাদেও নদীতে নোঙ্গর করা একটি নৌকায় দাঁড়িয়ে গোসল করছিলেন। এ সময় অন্য একটি বালু বোঝাই নৌকা এসে জয়নালদের নৌকায় ধাক্কা দেয়। এতে দুই নৌকার মাঝখানে পড়ে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শনিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মারা যান। ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ৫ স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সোমবার তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ২জনসহ কমপক্ষে ৫জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার উলচাপাড়ায়। জানা যায়, সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপড়া গ্রামের আবুল ফয়েজের সঙ্গে তার ভাই আবুল খায়েরের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ বাঁধে। এতে বাবুল মিয়া ও মোহাম্মদ আলী গুলিবিদ্ধ হয়।
×