ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাটোরে জেলেদের দুর্দশা ঘোচাতে মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: ০৬:৫৩, ৭ আগস্ট ২০১৮

নাটোরে জেলেদের দুর্দশা ঘোচাতে মাছের পোনা অবমুক্ত

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৬ আগস্ট ॥ বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী উপজেলার ২ হাজার ২শ’ ৬৮ মৎস্যজীবীর দুর্দশা ঘুচতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি উপজেলা পরিষদ ও তার ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ৫টি বিল ও ৫টি নদ-নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন। সর্বশেষ সোমবার দুপুরে তিনি মাঝগাঁও ইউনিয়নের বিল চিনাডাঙ্গা ও বিল দোবিলায় মাছের পোনা অবমুক্ত করেন। এর আগে গত এক মাসে তিনি ক্ষিদ্রি আটাই, ডাঙ্গা দারিকুশি প্রতাপপুর মৎস্য অভয়াশ্রম, নাগর নদী, মরা বড়াল নদী ও কৈখোলা বিলে মাছের পোনা অবমুক্ত করেন। চলতি মৌসুমে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে উপজেলার সব বিল। এ সময় বিল ও নদীগুলোতে মৎস্যজীবীরা মাছ শিকারে ব্যস্ত। কিন্তু যথেষ্ট পরিমাণ মাছ শিকার করতে না পারায় তাদের পরিবারের দিন কাটছে অর্থাহারে-অনাহারে। চলতি মৌসুম মৎস্যজীবীদের জীবন ও জীবিকা কোনভাবে পার করলেও ভবিষ্যতে যাতে দুর্দশা এসে ভিড় না করে তার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাটোয়ারী এই উদ্যোগ গ্রহণ করেছে। ডাঃ সিদ্দিকুর জানান, এই মাছের পোনা অবমুক্ত করণের ফলে মৎস্যজীবীরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের মাছের চাহিদা মেটাতে ও পুষ্টিকর খাবারের যোগান দিতে সাহায্য করবে। নিজেদের ক্ষতি নিজেরা না করার জন্য তিনি সব মৎস্যজীবীদের মাছের পোনা ও ডিমওয়ালা মা মাছ শিকার না করার জন্য পরামর্শ দিয়েছেন।
×