ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে সেপটিক ট্যাঙ্কে পড়ে ঠিকাদারসহ ৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৪২, ৭ আগস্ট ২০১৮

নরসিংদীতে সেপটিক ট্যাঙ্কে পড়ে ঠিকাদারসহ ৩ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কের স্যান্ডারিঙের বাঁশ, কাঠ খুলতে গিয়ে ঘটনাস্থলেই ঠিকাদারসহ ৩ শ্রমিকের মৃত্যু ও অপর এক শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পৌর এলাকার বিলাসদী মহল্লায় সোমবার দুপুর ১ টায় ঘটনাটি ঘটে। অসুস্থ নির্মাণ শ্রমিক কামাল মিয়া (৪০) জানান, ঘটনার দিন দুপুরে তার সহকর্মী শ্রমিক রমিজ মিয়া (২৭) ও রাকিব (২২) সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে স্যান্ডারিঙের বাঁশ,কাঠ খোলার জন্য ট্যাঙ্কে নেমে আর উঠতে পারেনি। তাদের ওঠানোর জন্য নির্মাণ কাজের ঠিকাদার সিরাজুল ইসলাম (৩২) ট্যাঙ্কিতে নেমে তিনিসহ অপর ২ শ্রমিক শ্বাস বন্ধ হয়ে মারা যায়। এ সময় কামাল মিয়া নামের শ্রমিক ট্যাঙ্কে নামার সময় তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় সে উপরে উঠে প্রাণে রক্ষা পায়। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বেলা ২ টার দিকে নিহত শ্রমিক রমিজ মিয়া ও ঠিকাদার সিরাজুল ইসলাম (৩২) এর লাশ ও ঘটনায় গুরুতর অসুস্থ কামাল মিয়াকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে প্রেরণ করে।
×