ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবেগপ্রবণ

প্রকাশিত: ০৬:৪২, ৭ আগস্ট ২০১৮

আবেগপ্রবণ

রোবটের মাধ্যমে আবেগপ্রবণ হয়ে পড়তে পারে মানুষ। জার্মানির ইউনিভার্সিটি অব ডুসবার্গ-এসেনের গবেষকরা এমন তথ্য প্রকাশ করেছেন। ২০০৭ সালে ‘বেগিং কম্পিউটার ডাজ নট ওয়ান্ট টু ডাই’ নামে একটি গবেষণা শুরু করেন গবেষকরা। এতে স্বেচ্ছাসেবকদের একটি রোবট বিড়ালের সুইচ বন্ধ করে দিতে বলা হয়। কিন্তু রোবটটি তার সুইচ বন্ধ করতে মানা করলে স্বেচ্ছাসেবকরা কী করবেন তা নিয়ে দ্বিধায় পড়ে যান। -আইএএনএস ডুয়েল স্কিন এবার পুরনো কিবোর্ড সরিয়ে আধুনিক প্রযুক্তিতে তৈরি প্লাস্টিক ও কাঁচের কিবোর্ড আনার সিদ্ধান্ত নিয়েছে এ্যাপেল। তবে এর পেছনে রয়েছে যৌক্তিক কারণ। মূলত ভবিষ্যতে ব্যবহারকারীদের উন্নতমানের পরিষেবা দেয়ার জন্য নিয়ে আসছে আধুনিক প্রযুক্তিতে তৈরি ডুয়েল স্কিনের ল্যাপটপ। ডিসপ্লেতে এ্যাক্টিভ থাকা বিভিন্ন এ্যাপ্লিকেশন অনুযায়ী পরিবর্তিত হতে পারে এই আধুনিক কিবোর্ডটি। -ওয়েবসাইট
×