ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালালে কাতার এয়ারওয়েজের বিমান থেকে ৮০ স্বর্ণের বার জব্দ

প্রকাশিত: ০৬:৪১, ৭ আগস্ট ২০১৮

শাহজালালে কাতার এয়ারওয়েজের বিমান থেকে ৮০ স্বর্ণের বার জব্দ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থেকে ৯ কেজি ৩২০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। সোমবার সকাল ৭টায় কাতার থেকে আগত কিউআর ৬৪০ উড়োজাহাজ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দাদের কাছে খবর ছিল, কিউআর ৬৪০ বিমান যোগে স্বর্ণ চোরাচালান হবে এবং তা ক্লিনারের মাধ্যমে বিমানবন্দর থেকে বের করা হবে। সে মোতাবেক বিমান পরিষ্কার করে নেমে যাওয়ার পর ক্লিনারদের শরীর, জুতা ইত্যাদি তল্লাশি করেও কোন স্বর্ণ না পেয়ে বিমানের ভেতর তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলোর সন্ধান পাওয়া যায়। এসব স্বর্ণে বারের আনুমানিক মূল্য ৪ কোটি ৬৬ লাখ টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক শহীদুল ইসলাম জানান, শুল্ক গোয়েন্দা দল বিমান পরিষ্কার করে নেমে যাওয়ার পর ক্লিনারদের শরীর, জুতাসহ সব ধরনের চেক করে কোন স্বর্ণ পাওয়া যায়নি।
×