ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বকেয়া কর পরিশোধে এ্যাডভান্সড কেমিক্যালকে এনবিআরের নোটিস

প্রকাশিত: ০৬:৩৮, ৭ আগস্ট ২০১৮

বকেয়া কর পরিশোধে এ্যাডভান্সড কেমিক্যালকে এনবিআরের নোটিস

অর্থনৈতিক রিপোর্টার ॥ বকেয়া কর পরিশোধে এ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি বৃহৎ করদাতা ইউনিটের (এলটিইউ) মূল্য সংযোজন কর (ভ্যাট) শাখা থেকে প্রতিষ্ঠানটিকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়। সোমবার এলটিইউ ভ্যাট শাখার কর্মকর্তারা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠানটিকে পাঠানো চিঠি থেকে জানা যায়, ২০১২ সালের জুলাই থেকে ২০১৭ সালের জুন পর্যন্ত মূসক ও অনাদায়ী উৎসে মূসক বাবদ ১৪ লাখ ৭৭ হাজার ২৪৬ টাকা বকেয়া রয়েছে। নির্দিষ্ট সময়ে কেন এই অর্থ পরিশোধ করা হবে না, মূল্য সংযোজন করা আইনের ৫৫ এর উপ-ধারা (১) অনুযায়ী কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। সমপরিমাণ এই অর্থ এনবিআরের প্রাথমিক দাবিনামা হিসেবেও বিবেচিত হবে। চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে দাবিকৃত এই রাজস্ব পরিশোধ করতে বলা হয়েছে। অর্থনীতির অর্জন নিয়ে প্রকাশনা বের করছে অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের আর্থ-সামাজিক অগ্রগতি নিয়ে অর্থ মন্ত্রণালয় ‘বাংলাদেশ মার্চেস অন’ বা ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে’ শীর্ষক একটি প্রকাশনা বের করতে যাচ্ছে। এ জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৭-১৮ অর্থবছরের গুরুত্বপূর্ণ অর্জনসহ বিভিন্ন তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে সরকারের অর্জন নিয়ে এক প্রকাশনা প্রকাশ করে আসছে অর্থ বিভাগ। তবে এবারের প্রকাশনা হবে একটু ভিন্ন ধরনের। এতে সরকারের অর্জনের পাশাপাশি সংস্কারমূলক কার্যক্রম বিশেষ করে আইন, নীতি, বিধি ইত্যাদিতে কী পরিবর্তন আনা হয়েছে, তাও তুলে ধরা হবে। এই প্রকাশনা সরকারের পরিকল্পনা প্রণয়ন ও নীতিনির্ধারণী কার্যক্রমে ব্যবহার করা হয়ে থাকে।
×