ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কারণ ছাড়াই বাড়ছে দুলামিয়া কটনের শেয়ার দর

প্রকাশিত: ০৬:৩৬, ৭ আগস্ট ২০১৮

কারণ ছাড়াই বাড়ছে দুলামিয়া কটনের শেয়ার দর

কোন কারণ ছাড়াই শেয়ার দর অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে দুলামিয়া কটন স্পিনিং মিলসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর ২২.২০ টাকা থেকে বেড়ে ২৬.৮০ টাকায় পৌঁছায়। অর্থাৎ দুই কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৪.৬০ টাকা বা ২১ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলে এর কারণ জানতে চেয়ে নোটিস দিয়েছে ডিএসই। কিন্তু ডিএসইর নোটিসের জবাবে গত ০৫ আগস্ট কোম্পানিটি জানিয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার পেছনে তাদের কাছে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। -অর্থনৈতিক রিপোর্টার
×