ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভিড়ের জন্য ধর্মঘট

প্রকাশিত: ০৬:৩৪, ৭ আগস্ট ২০১৮

ভিড়ের জন্য ধর্মঘট

ফ্রান্সের আইফেল টাওয়ার পরিদর্শনকারীদের ভিড় বেশি হওয়ায় এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারীরা ধর্মঘট শুরু করেছেন। কর্মচারীদের অভিযোগ, আইফেল টাওয়ার দেখতে আসা পর্যটকদের ক্ষেত্রে বিধিনিষেধ অনেকটাই শিথিল করে দিয়েছে কর্তৃপক্ষ। আগে টাওয়ারে উঠতে গেলে বেশ কিছু শারীরিক সক্ষমতার শর্ত দেয়া হতো। বিশেষ কিছু সামগ্রী থাকলে টাওয়ারে উঠতে দেয়া হতো না। মুনাফার লোভে নিয়ম শিথিল করা হয়েছে -ফক্স নিউজ ভূতুড়ে নগরী সির্তে সাবেক লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির নিজের শহর সির্তে এখন ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে। প্রায় প্রতিটি বাড়িই হয় পুরোপুরি ধ্বংস অথবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে সব স্থাপনারই একই অবস্থা। এক সময়ের রমরমা শহরটি এখন শুধুই সঙ্কট আর ধ্বংসের চিহ্ন বয়ে বেড়াচ্ছে। যুদ্ধের ডামাডোল শেষে শহরের লোকজন যার যার বাড়িতে ফিরতে শুরু করেছে। তারপরও শহরটি এখনও ভূতুড়ে নগরী হয়েই আছে –বিবিসি
×