ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরমাণু অস্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

প্রকাশিত: ০৬:৩৪, ৭ আগস্ট ২০১৮

পরমাণু অস্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান

মানুষ যদি হিরোশিমার পারমাণবিক বোমা হামলার কথা ভুলে যায় তবে তারা আবারও এই ধরনের ভুল করতে পারে, তাই পারমাণবিক বোমা হামলার ক্ষতিকর দিক তুলে ধরে এর ইতিহাস সবাইকে জানাতে হবে বলে মন্তব্য করেছেন হিরোশিমার মেয়র। সোমবার হিরোশিমার পারমাণবিক বোমা হামলার ৭৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন জাপানের হিরোশিমা শহরের মেয়র কাজুমি মাতসুই। পারমাণবিক নিরস্ত্রীকরণ আধুনিক বিশ্বের মূলনীতি হওয়া উচিত বলে এ সময় মন্তব্য করেন তিনি। স্থানীয় সময় সকাল সোয়া ৮টায় হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন হিরোশিমার মেয়র মাতসুই। -ওয়েবসাইট।
×