ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাদুরোর ওপর হামলায় জড়িত সন্দেহে আটক ৬

প্রকাশিত: ০৬:৩৪, ৭ আগস্ট ২০১৮

মাদুরোর ওপর হামলায় জড়িত সন্দেহে আটক ৬

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর ড্রোন হামলার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টোর রেভেরোল রবিবার একথা বলেছেন। বিবিসি। রেভেরোল বলেন, আটককৃতরা হামলাকারী চক্রের অংশ হয়ে থাকতে পারে। শনিবার রাজধানী কারাকাসে একটি সামরিক কুচকাওয়াজ চলাকালে বিস্ফোরকবাহী ড্রোনটি ওড়ানো হয়। স্পষ্টত ধারণা করা যায় মাদুরোকে হত্যার উদ্দেশ্যে এ কাজ করা হয়েছিল। মাদুরোও সতর্ক করে দিয়ে বলেছেন, হামলার সঙ্গে জড়িতরা ‘সর্বোচ্চ সাজা’র মুখোমুখি হবে। তিনি হামলার জন্য কলম্বিয়াকে দায়ী করেছেন। অবশ্য নিজ দাবির পক্ষে কোন প্রমাণ দেখাতে পারেননি। কলম্বিয়া অবশ্য অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এছাড়া হামলার পেছনে বিরোধীদের হাত থাকতে পারে বলে মাদুরো সরকার ইঙ্গিত করেছে। বিরোধীরা আশঙ্কা করছে তাদের বিরুদ্ধে বড় ধরনের ধরপাকড় শুরু হতে পারে। সরকারের হয়রানির আশঙ্কায় অনেক বিরোধী নেতাই দেশ ছেড়েছেন। দেশটিতে ইতোমধ্যেই রাজনৈতিক কারাবন্দীর সংখ্যা ২শ’ ছাড়িয়েছে। জাতীয় টেলিভিশনে ঘোষণা দিয়ে প্রতিরক্ষামন্ত্রী ভøাদিমির পাদ্রিয়াসো লোপেজ মাদুরোর প্রতি শর্তহীন আনুগত্য প্রকাশ করেছেন। লোপেজ বলেছেন, ‘আমরা আমাদের দেশ, সংবিধান, গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলো রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ।’ সংবাদদাতারা জানিয়েছেন, চরম অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটের মধ্যেও ক্ষমতা ধরে রাখতে মাদুরো সশস্ত্র দলগুলোর ওপর বিশেষভাবে নির্ভরশীল। শনিবার ন্যাশনাল গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাষণ দেয়ার সময় বিস্ফোরক ভর্তি দুটি ড্রোন ঘটনাস্থলের খুব কাছ দিয়ে উড়ে যায়। এতে ৭ জন্য সৈন্য আহত হয়। এরপর টেলিভিশনে দেয়া ভাষণে মাদুরোর দাবি হামলা চেষ্টার ফলে তার অবস্থান শক্তিশালী হয়েছে।
×