ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ

সৌদিতে কানাডার রাষ্ট্রদূত বহিষ্কৃত

প্রকাশিত: ০৬:৩৩, ৭ আগস্ট ২০১৮

সৌদিতে কানাডার রাষ্ট্রদূত বহিষ্কৃত

পারস্য উপসাগরীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে সৌদি আরবে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে নতুন বাণিজ্য ও বিনিয়োগ বন্ধ করে দিয়েছে। কানাডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি আরবে আটক নাগরিক অধিকার কর্মীদের মুক্তি দিতে আহ্বান জানানোর পর দেশটি এই পদক্ষেপ নিলো। গার্ডিয়ান ও ইয়াহু নিউজ। সরকারী এক বিবৃতিতে রবিবার বলা হয়, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় কানাডার রাষ্ট্রদূতকে দেশ ত্যাগে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে এবং কানাডা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। এতে আরও বলা হয়েছে, নিজেদের অধিকার রক্ষায় তারা অতিরিক্ত পদক্ষেপ নিতে পিছপা হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটে বলা হয়, বাদশা শাসিত সৌদি আরব তার অভ্যন্তরীণ বিষয়ে কোন হস্তক্ষেপ বা অন্যকোন দেশের জোরপূর্বক চাপিয়ে দেয়া শর্ত মেনে নেবে না। সৌদি আরব জানিয়েছে যে, তারা পরামর্শের জন্য কানাডা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। টুইটে আরও বলা হয়, কানাডার অবস্থান সৌদির অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য ও মারাত্মক হস্তক্ষেপ। এটি বিভিন্ন দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে যেসব আন্তর্জাতিক আইন-কানুন ও সনদ মেনে চলা হয় তার চরম লঙ্ঘন। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাস সৌদিতে আটক নাগরিক অধিকার কর্মীদের দ্রুত মুক্তি দিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানোর পর সৌদির পক্ষ থেকে এই বিবৃতি দেয়া হল। শুক্রবার কানাডীয় দূতাবাসের এক টুইটে বলা হয়, আমরা সৌদি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি তাদের এবং অন্য শান্তি প্রিয় মানবাধিকার কর্মীদের দ্রুত মুক্তি দিতে। তবে রবিবার কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ এ বিষয়ে তাৎক্ষণিক কোন মন্তব্য করতে রাজি হননি। এক ঘোষণায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে তারা দুই দেশের মধ্যে সব ধরনের নতুন বাণিজ্য ও বিনিয়োগ বন্ধ রাখবে। কানাডার দূতকে একজন অবাঞ্চিত ব্যক্তি (পারসোনা নন গ্রাটা) হিসেবে বিবেচনা করবে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে সৌদি আরব ত্যাগ করতে বলা হয়েছে। কানাডা থেকে সৌদি রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ নেয়ার অধিকার সংরক্ষণ করে সৌদি আরব। গত বুধবার হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে বলা হয়, সৌদি আরব নারী অধিকার কর্মী সামার বাদাউই ও নাসিমা-সাদাহকে গ্রেফতার করেছে। দেশটিতে অধিকার কর্মী, ধর্মীয় নেতা ও সাংবাদিকদের মুখ বন্ধে তাদের ওপর সরকার যে দমনাভিযান চলাচ্ছে এই দুজন তার সর্বশেষ শিকার। গত মে মাস থেকে কয়েকজন নারী অধিকার কর্মী এর লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছেন। শুক্রবার কানাডা বাদাউইয়ের গ্রেফতারের কথা উল্লেখ করে জানায়, সৌদিতে নাগরিক সমাজ ও নারী অধিকার কর্মীদের আটকে তারা ভীষণভাবে উদ্বিগ্ন। সামার বাদাউই কারাগারে আটক ভিন্নমতালম্বী ব্লগার রাইফ বাদাউইর বোন। রাইফ বাদাউইর স্ত্রী এনসাফ হাইদার কানাডায় বসবাস করেন এবং সম্প্র্রতি তিনি দেশটির নাগরিকত্ব পেয়েছেন। নারীদের গাড়ি চালানোর অধিকার ও পুরুষ অবিভাবকত্ব রীতির অবসানের দাবি জানানোয় অধিকাংশ নারী অধিকারকর্মীকে আটক করা হয়েছে। পুরুষ অবিভাবকত্ব নিয়মের ক্ষেত্রে নারীদেরকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পুরুষ স্বজনদের সম্মতি মেনে চলতে হয়। সৌদির বিবৃতিতে বলা হয়, কানাডাসহ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে তারা নিজেদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করছে। বিনিময়ে তারা নিজেদের দেশের বিষয়ে এবং নাগরিকদের সঙ্গে অভ্যন্তরীণ সম্পর্কে অন্য দেশের হস্তক্ষেপ প্রত্যাখান করছে।
×