ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুখের রহস্য জানতে...

প্রকাশিত: ০৬:১৮, ৭ আগস্ট ২০১৮

সুখের রহস্য জানতে...

সুখের রহস্য নিয়ে যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির একটি কোর্স শিক্ষার্থীদের মধ্যে এতই জনপ্রিয়তা পেয়েছে যে, এটিকে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় কোর্স হিসেবে মনে করা হচ্ছে। কোর্সটির প্রাতিষ্ঠানিক নাম মনোবিজ্ঞান ও ভাল জীবন। কোর্সটি ইতোমধ্যে এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের প্রতি চার জনের একজন এই ক্লাসে নিবন্ধন করেছেন। কোর্সটির পরিচালক অধ্যাপক লৌরি সান্তোস জানান, ১৭০১ সালে প্রতিষ্ঠিত ইয়েল ইউনিভার্সিটির ইতিহাসে সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন এই কোর্সে। তিনি জানান, এই কোর্সের শিক্ষার্থীদের হোমওয়ার্ক এ্যাসাইনমেন্টের মধ্যে থাকে আরও বেশি কৃতজ্ঞতাবোধ, উদারতামূলক কর্মকা- বাড়ানো এবং সামাজিক যোগাযোগ বৃদ্ধি করা। কোর্সের বাস্তবিক পরামর্শও দেয়া হয়। যেগুলোর মধ্যে রয়েছে সন্তোষজনক ক্যারিয়ার নির্বাচন এবং অর্জনের সন্তুষ্টিকে আলাদা করা। কোসর্টির সিনিয়র শিক্ষার্থী রেবেকাহ সিলিয়েজার বলেন, আমাদের মনে সবচেয়ে বেশি থাকে গ্রেড, চাকরি, শিক্ষা জীবন থেকে সম্ভাব্য বেতন। কিন্তু এখন আমি সত্যিকার অর্থেই চেষ্টা করি বর্তমান সময় ও আশেপাশের মানুষের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে। জনপ্রিয়তা ও চাহিদার কথা বিবেচনা করে কোর্সটি সবার জন্য বিনামূল্যে চালু করার ব্যবস্থা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। -দ্য ডেইলি মেইল
×