ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীর বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৬:১৭, ৭ আগস্ট ২০১৮

রাজধানীর বাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক ॥ নিরাপদ সড়কের দাবিতে সোমবারও রাজশাহী, সিলেট ও গাইবান্ধায় শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করেছে। এদিকে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে গণপরিহন চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এ ছাড়া নিরাপদ সড়ক নিশ্চিত করণে মাগুরায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার পাঠানো। জানা গেছে, ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। সোমবার বেলা ১১টায় মৌন মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সমাবেশ করে রাবি শিক্ষার্থীরা। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি নিয়ে প্রধান ফটকের সামনে এলে প্রধান ফটক বন্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বাধা দেয় বলে অভিযোগ ওঠে। এ সময় শিক্ষার্থীরা সেখানে অবস্থান করে স্লোগান দিতে থাকে। পরে দুপুর ২টার দিকে রুয়েট ছাত্রলীগের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে। সিলেট ॥ নিরাপদ সড়কের দাবিতে সোমবার সিলেট নগরীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল থেকে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চৌহাট্টা এলাকায় অবস্থান নিতে থাকে। এ সময় চৌহাট্টা থেকে জিন্দাবাজার, আম্বরখানা, নয়া সড়ক ও রিকাবী বাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। গাইবান্ধা ॥ গণপরিবহনে নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের ৯ দফা বাস্তবায়নসহ নৌমন্ত্রী শাহজাহান খানের পদত্যাগের দাবিতে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধার উদ্যোগে সোমবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর ॥ নিরাপদ সড়কের দাবিতে দিনাজপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাশে ফিরে গেলেও নিরাপত্তার অজুহাতে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা দিনাজপুরের কোথাও কোন কর্মসূচী পালন না করে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাশে যোগ দিয়েছেন। মাগুরা ॥ সোমবার মাগুরায় ট্রাফিক সপ্তাহের ১ম দিনে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু করেছে। প্রথম দিনে ৪২ জনকে জরিমানা করা হয়। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও রোভার স্কাউটের একটি দল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অভিযান পরিচালনা করে।
×