ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া উচিত’

প্রকাশিত: ০৬:১৬, ৭ আগস্ট ২০১৮

‘আন্দোলনরত শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া উচিত’

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৬ আগস্ট ॥ জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেসের ঢাকায় নিযুক্ত এনভয় ওন ইয়ুথ জয়থমা বিক্রমা নায়েক বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, তাদের নিরাপত্তা দেয়া উচিত এবং তারা শীঘ্রই ক্লাসে ফিরে যাবে। সোমবার দুপুরে তিনি সাভারে শেখ হাসিনা যুবকেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি এ সময় আরও বলেন, বাংলাদেশে কয়েকদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করলেও আমরা আশা করি শীঘ্রই তারা ক্লাসে ফিরে যাবে। সরকার নিরাপদ সড়ক ব্যবস্থা করবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবতার কাজ করছে এবং জাতিসংঘ সব সময় বাংলাদেশের পাশে আছে ও রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেয়ার বিষয়ে কাজ করে যাচ্ছে। এজন্য কয়েকদিন আগে জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বাংলাদেশ সফর করেছেন। জাতিসংঘ আশা করে যে, মিয়ানমার সরকার দ্রুত বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী শ্রী বীরেন শিকদার এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি যোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খাঁন জয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য জাহিদ হাসান রাসেল এমপি, নাহিম রাজ্জাক এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আসাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
×