ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ০৬:০৫, ৭ আগস্ট ২০১৮

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দল ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসর। সোমবার এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি হামিদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ জয়লাভ করায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান। রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য এটিও একটি গুরুত্বপূর্ণ বিজয়। আগামীতেও এই বিজয়ের ধারা অব্যাহত থাকবে।’ এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন বার্তায় দলের খেলোয়াড়, কোচ, সকল কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান। অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল আগামী দিনেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত এই তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে (ডি/এল মেথড) হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ দল।
×