ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের টাকা হস্তান্তর

প্রকাশিত: ০৬:০৪, ৭ আগস্ট ২০১৮

ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের টাকা হস্তান্তর

স্টাফ রিপোর্টার ॥ নেপালে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় নিহত ৮ পরিবারকে ক্ষতিপূরণের টাকা প্রদান করেছে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি। সোমবার দুপুরে রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে চেক হস্তান্তর করা হয়। ক্ষতিপূরণ পাওয়া পরিবারগুলো হলো- নিহত ফার্স্ট অফিসার পৃথুলা রশিদ, সাংবাদিক ফয়সাল আহমেদ, এসএম মাহমুদুর রহমান, মতিউর রহমান, নুরুজ্জামান বাবু, কেএইচএম শাফি ও এফএইচ প্রিয়কের পরিবার। আহতদের মধ্যে শেখ রাশেদ রুবায়েতকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়। চেক প্রদান অনুষ্ঠানে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিক শামিম বলেন, ‘প্রত্যেক নিহত যাত্রীর ক্ষেত্রে ন্যূনতম ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ডলারের সমপরিমাণ অর্থ, আহত যাত্রীদের ক্ষতিপূরণ নিরূপণ করা হচ্ছে সংশ্লিষ্ট যাত্রীর শারীরিক ও মানসিক ক্ষতির ওপর নির্ভর করে। বাংলাদেশী নিহত যাত্রীরা ৫০ হাজার ডলার, বিদেশী নিহত যাত্রী ৫০ হাজার ডলার, লাগেজ বাবদ যাত্রীপ্রতি এক হাজার ২০০ ডলার ক্ষতিপূরণ দেয়া হবে। আহত যাত্রীরা কমবেশি এক লাখ ডলার হারে ক্ষতিপূরণ পাবেন। আহতদের ক্ষয়ক্ষতি বিবেচনা করে এটি নির্ধারিত হবে। বাকি যাত্রীদের ক্ষতিপূরণ প্রসঙ্গে শফিক শামিম বলেন, আদালতের মাধ্যমে নিহতদের উত্তরাধিকার নিরূপণ করা হয়। এরপর আদালতের রায় অনুসারে উত্তরাধিকারদের মধ্যে চেক হস্তান্তর করা হচ্ছে। এই মুহূর্তে যাদের উত্তরাধিকার নিয়ে জটিলতা শেষ হয়েছে তাদের ক্ষতিপূরণ দেয়া হলো। বাকিদের শেষ হলে তাদেরও দেয়া হবে। সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিগত তিন বছর ধরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বীমাকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করে আসছে। মোট ক্ষতির পরিমাণ নির্ধারণ ও তা ক্ষতিগ্রস্তদের মাঝে সঠিকভাবে বিতরণের লক্ষ্যে পরিশ্রম করে যাচ্ছে। আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের বীমার অর্থ দেয়াই আমাদের প্রধান লক্ষ্য। এক্ষেত্রে প্রচলিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম-কানুন, যেমন- ইন্টারন্যাশনাল এভিয়েশন ট্রিয়েটিস কনভেনশন, বাংলাদেশ ও নেপালের সংশ্লিষ্ট কেস ল’ ইত্যাদি বিবেচনা করে আন্তর্জাতিক সার্ভে প্রতিষ্ঠানের সুপারিশ অনুযায়ী প্রত্যেক নিহত যাত্রীর জন্য ক্ষতিপূরণ দেয়া হবে।
×