ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম থেকে সব রুটে যান চলাচল শুরু

প্রকাশিত: ০৬:০২, ৭ আগস্ট ২০১৮

চট্টগ্রাম থেকে সব রুটে যান চলাচল শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চালক ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তার শঙ্কায় চলতে থাকা অঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর চট্টগ্রাম নগরী ও জেলায় যানবাহন চলাচল শুরু হয়েছে। রবিবার রাত ১২টার পর থেকে বিভিন্ন রুটে দূরপাল্লার বাস ছেড়ে যায়। সোমবার সকালের পর সড়কগুলো যথারীতি প্রাণচঞ্চল হতে শুরু করে। তবে কর্মসূচী প্রত্যাহার হলেও চলমান ট্রাফিক সপ্তাহের কারণে গণপরিবহন বেরিয়েছে স্বাভাবিকের চেয়ে কম। ফলে পরিস্থিতি পুরোপুরি আগের চেহারায় ফিরে আসেনি। এদিকে, সোমবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাভাবিক ক্লাস শুরু হয়েছে। নগরী ও জেলার কোথাও শিক্ষার্থীদের রাস্তায় নেমে আসতে দেখা যায়নি। চট্টগ্রাম জেলা পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ জানান, দেশের সড়কগুলোতে যে অনিরাপদ অবস্থার সৃষ্টি হয়েছিল তাতে নিরাপত্তার শঙ্কা দেখা দিয়েছিল। এ বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন শ্রমিকরা যানবাহন চলাচল বন্ধ রেখেছিল। পরিবহন মালিকরাও ছিলেন উৎকণ্ঠার মধ্যে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে যানবাহন চলাচল শুরু হয়েছে।
×