ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে ৩২৪০ মামলা

প্রকাশিত: ০৬:০২, ৭ আগস্ট ২০১৮

ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে ৩২৪০ মামলা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ট্রাফিক সপ্তাহের দ্বিতীয় দিনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৩২৪০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এতে ৫২ মোটরসাইকেল আটক করা হয়েছে। এদিকে সড়কে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা প্রতিরোধে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কাকলী ক্রসিংয়ে ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩ চালক ও ফুটওভার ব্রিজ ব্যবহার না করায় ১৪ পথচারীকে দ-িত করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকাল সাতটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ট্রাফিক পুলিশ ও ডিএমপির ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনার করে এসব যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা আদায় করেন। ডিএমপির মিডিয়ার সূত্র জানায়, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ২৮৮টি, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১২টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ১৩টি ও মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ১৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৮৩২টি, গাড়ির ফিটনেস না থাকার কারণে ১০৫টি, ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৮৬৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় ৪২ ভিডিও এবং ১৩টি সরাসরি মামলা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সোমবার সকাল সাতটা থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
×