ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আলোকচিত্রী শহীদুল আলমকে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৮:৩৪, ৬ আগস্ট ২০১৮

আলোকচিত্রী শহীদুল আলমকে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ দৃক গ্যালারির পরিচালক আলোকচিত্রী শহীদুল আলমকে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ করেছে তার পরিবার। ছবি তোলা ও এ সংক্রান্ত নানা কর্মকান্ডের সঙ্গে জড়িত শহীদুল একইসঙ্গে একজন এ্যাক্টিভিস্ট। তার কর্মকান্ড নানা সময় বিতর্কের জন্ম দিয়েছে। সর্বশেষ নিরাপদ সড়কের দাবিতে চলা আন্দোলন সম্পর্কে ফেসবুকে মনগড়া তথ্য ও ছবি পোস্ট করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আল জাজিরা টেলিভিশনে একটি সাক্ষাতকারও দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা সমালোচনা চলছিল। এরই মধ্যে রবিবার রাতে তাকে ধানমন্ডির বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া যায়। এ ব্যাপারে জানতে চাইলে দৃকের আরেক পরিচালক এবং শহীদুল আলমের বোন সাইয়িদা জনকণ্ঠকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে আমার ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়। তখন আমি, আমার ভাইয়ের স্ত্রী রেহনুমাসহ অন্যরা বাসায় ছিলাম। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, আমি বাসার তিনতলায় ছিলাম। হঠাৎ নিচে চিৎকার চেঁচামেচি শুরু হলে দ্রুত নেমে আসি। এসে আর তাকে পাইনি। তিনি অভিযোগ করেন, ১৫ থেকে ১৬টি গাড়ি করে ৩০ থেকে ৩৫ জন লোক এসেছিলেন। একটি টয়োটা গাড়িতে শহীদুলকে উঠিয়ে নেয় তারা। তিনি বলেন, আমার ভাই একজন আলোকচিত্রী। এ্যাক্টিভিস্ট হিসেবেও পরিচিত। তাই একটা ঝুঁকি থাকে। এবার তিনি শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের বিভিন্ন ছবি তুলেছেন। সেসব ছবি ফেসবুকে পোস্টও করেছেন। কিন্তু তাকে ঠিক কেন আটক করা হয়েছে সে সম্পর্কে তিনি নিশ্চিত নন বলে জানান। দৃকের কর্মকর্তা জাকির জানান, তারা অভিযোগ করতে ধানমন্ডি থানায় এসেছেন। এ সম্পর্কে ধানমন্ডি থানায় যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, আমরা অভিযোগ পেয়েছি। সে অনুযায়ী খোঁজ নেয়া হচ্ছে। ডিএমপি রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সর্দার কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি বলে জানান।
×