ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নন-সিডিউল ফ্লাইটের জন্য বেবিচকের অটোমেটেড পদ্ধতি

প্রকাশিত: ০৮:০৬, ৬ আগস্ট ২০১৮

নন-সিডিউল ফ্লাইটের  জন্য বেবিচকের  অটোমেটেড পদ্ধতি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে একটি নন-সিডিউল ফ্লাইট পরিচালনার জন্য বিদেশী অপারেটররা অনুমতি চাইলে চলমান দাফতরিক পদ্ধতিতে প্রায় ১৭টি টেবিল ঘুরে তা অনুমোদিত হয়। এরপর তা ইস্যু হতে তিন থেকে পাঁচদিন সময় লাগে। বিদেশী অপারেটরদের নন-সিডিউল ফ্লাইটের অনুমতি সহজসাধ্য ও দ্রুততর করতে এবং তাদের সার্বক্ষণিক সেবা প্রদানের উদ্দেশ্যে অটোমেটেড সিস্টেম চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গত ৩০ জুলাই আন্তর্জাতিক মানসম্পন্ন অটোমেটেড পদ্ধতি উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. নাইম হাসান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানানো হয়েছে। ‘পারমিট অপারেশন ডাটাবেজ’ (পিওডি) নামে পরিচিত এই ইলেক্ট্রনিক পদ্ধতির মাধ্যমে বিদেশী অপারেটররা এখন থেকে দিন-রাত ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাতদিনই আবেদন জমা দিতে পারবে। সংশ্লিষ্ট অনুমোদনকারীদের কাছে আবেদনটি যাচাই ও কয়েক ঘণ্টার মধ্যে ফ্লাইট পরিচালনার অনুমতি ইস্যু করতে সক্ষম হবে এ পদ্ধতি। বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থার সহযোগিতায় সংশ্লিষ্ট ফ্লাইটের সব ব্যক্তির নিরাপত্তা সম্পর্কিত ও ব্যক্তিগত বৃত্তান্তও পরীক্ষা করা যাবে অটোমেটেড পদ্ধতিতে। এছাড়া সন্ত্রাসবাদ ও অবাঞ্ছিত কার্যকলাপ থেকে দেশ ও আকাশসীমা নিরাপদ রাখার জন্য জাতীয় নিরাপত্তা প্রচেষ্টাকে এটি আরও উন্নত করবে বলে আশাবাদী বেবিচক। পাশাপাশি এর মাধ্যমে তাদের কিছু অতিরিক্ত রাজস্বও আয় হবে।
×