ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীসহ সারাদেশে আজ থেকে বাস চলবে

প্রকাশিত: ০৭:৫৬, ৬ আগস্ট ২০১৮

রাজধানীসহ সারাদেশে আজ থেকে বাস চলবে

বিডিনিউজ ॥ আজ সোমবার থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে দূরপাল্লার বাসসহ সব ধরনের যান চলাচল করবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন তিনি। গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এমইএস বাস স্ট্যান্ডে জাবালে নূর পরিবহনের দুই বাসের চালকের রেষারেষির ফলে একটির চাকায় পিষ্ট হয়ে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনার পর নিরাপদ সড়কসহ নয় দফা দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন সড়কের যানবাহনের লাইসেন্স পরীক্ষা করতে শুরু করে তারা। কোথাও কোথাও গাড়ি ভাংচুরের ঘটনাও ঘটে। নিরাপত্তাহীনতার অভিযোগে যান চলাচল বন্ধ করে দেয় কিছু কিছু মালিক। গত শুক্রবার রাতে সারাদেশে দূরপাল্লার গাড়ি চলে। তবে শনিবার থেকে নাইট কোচও বন্ধ করে দেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এই বিষয়ে সমিতির মহাসচিব এনায়েত উল্লাহ বলেন, নিরাপদে বাস চলাচলের পরিস্থিতি না থাকায় বাস মালিকরা বাস চালাতে সাহস পাচ্ছে না। রবিবারও বিভিন্ন জায়গায় গাড়ি ভাংচুর ও হামলা হয়েছে। এই বিষয়ে তিনি বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তাই সিদ্ধান্ত নিয়েছি সোমবার থেকে বাস চলবে।
×