ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হিলি সীমান্তে অবৈধ পণ্য আটক

প্রকাশিত: ০৬:৫১, ৬ আগস্ট ২০১৮

 হিলি সীমান্তে অবৈধ পণ্য আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হিলি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, শার্টপিস, প্রসাধন সামগ্রী ও নিষিদ্ধ ট্যলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। রবিবার ভোরে হিলি সীমান্তের সাতকুড়ি, রায়ভাগ ও বুয়ালদাড় এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেলসহ মালামালগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সীমান্তের রায়ভাগ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তার ভেতর থেকে ভারতীয় নিষিদ্ধ ৭ হাজার ৪শ’ পিস কফিমল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়াও সীমান্তের বোয়ালদাড় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি হোন্ডাসহ ভারতীয় ১৩ ধরনের বিভিন্ন প্রসাধন সামগ্রী উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলসহ উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ৫ লাখ ৭ হাজার ৫ শ’ টাকা।
×