ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজিবি জুলাই মাসে সাড়ে ৫০ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করে

প্রকাশিত: ০৬:৪৯, ৬ আগস্ট ২০১৮

 বিজিবি জুলাই মাসে সাড়ে ৫০ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করে

জুলাই মাসে সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ৫০ কোটি ৪৭ লাখ ২৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য ও মাদক দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ মাদকের মধ্যে রয়েছে ২,৩৭,৭২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪,৩০১ বোতল বিদেশী মদ, ৩০০ লিটার বাংলা মদ, ৯৬৩ ক্যান বিয়ার, ২১,৭২৬ বোতল ফেনসিডিল, ১,১৪২ কেজি গাঁজা, ২ কেজি ৩০০ গ্রাম হেরোইন, ১,৪৭,৩০০টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ১৭,১৮০টি নেশাজাতীয় ইনজেকশন এবং ৩৮,২৮,৩২০টি অন্যান্য ট্যাবলেট। জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ২ কেজি ৭১৭ গ্রাম স্বর্ণ, ৬,৮৪৫টি শাড়ি, ১,৭২৮টি থ্রীপিস/শার্টপিস, ৬,৬৯০ মিটার থান কাপড়, ২,২২১টি তৈরি পোশাক, ২,০২৮টি গাড়ির যন্ত্রাংশ, ২টি পিকআপ, ২০টি ট্রাক, ১০টি সিএনজি চালিত অটোরিক্সা, ৯৯টি মোটর সাইকেল, ৩,৪৪০ ঘনফুট কাঠ এবং ৮ হাজার ৯৪২ কেজি চা পাতা। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৩টি পিস্তল, ২টি এয়ার গান, ১২ রাউন্ড গুলি এবং ৪টি ম্যাগাজিন। বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৫৬ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৮৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৩ জন ভারতীয় নাগরিককে আটকপূর্বক ২ জনকে বিএসএফ এর কাছে হস্তান্তর এবং ১১ জনকে থানায় সোপর্দ করা হয়েছে। -বিজ্ঞপ্তি
×