ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইন্টারনেট বন্ধের নির্দেশ বিটিআরসি দেয়নি

প্রকাশিত: ০৬:৪৯, ৬ আগস্ট ২০১৮

  ইন্টারনেট বন্ধের নির্দেশ বিটিআরসি দেয়নি

স্টাফ রিপোর্টার ॥ ইন্টারনেট বন্ধের কোন নির্দেশ বিটিআরসি থেকে দেয়া হয়নি। কারিগরি ত্রুটির কারণেই মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। ত্রুটি দ্রুত দূর করার জন্য কাজ চলছে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে ত্রুটি মুক্ত হলেই গ্রাহকরা থ্রিজি ও ফোরজি সেবা পাবেন। এ তথ্য জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, কারিগরি ত্রুটির কারণে সারাদেশে মোবাইল ইন্টারনেটে সমস্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ গ্রাহকদের এ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। তবে এই ত্রুটি কবে নাগাদ সমাধান হবে তা বলা যাচ্ছে না। কারিগরি ত্রুটি ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকরা থ্রিজি-ফোরজি ইন্টারনেট সুবিধা পাবেন। মোবাইল অপারেটরদের সমস্যা সমাধানে জন্য ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে মোবাইল অপারেটরগুলোর একাধিক কর্মকর্তা বলেছেন, ইন্টারনেট বন্ধে কোন কারিগরি সমস্যা হয়নি। ইন্টারনেটের ‘গতি কমানোর নির্দেশ কার্যকর করায়’ এ সমস্যা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে মোবাইল ইন্টারনেটের ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ করে দেয়া হয়। ইন্টারনেটের গতি ১ দশমিক ২৮ কেবিপিএসে নামানোর ‘নির্দেশনা দেয়া হয়েছে’ তাদের।
×