ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ ভ্যানে ও বিআরটিসি বাসে হামলা, ভাংচুর

প্রকাশিত: ০৫:৩৯, ৬ আগস্ট ২০১৮

 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে  পুলিশ ভ্যানে ও  বিআরটিসি বাসে  হামলা, ভাংচুর

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও শিমরাইল এলাকায় রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালকদের লাইসেন্সসহ কাগজ যাচাই করেছে। দুপুর সোয়া ১২টায় এ মহাসড়কের মাদানীনগর এলাকায় পুলিশের একটি ভ্যানে হামলা করার অভিযোগ পাওয়া গেছে শিক্ষার্থীদের বিরুদ্ধে। ঢাকা থেকে আসা ডেমরা থানার পুলিশের একটি পিকআপ ভ্যান শিমরাইল হয়ে ডেমরা থানায় যাওয়ার সময় পিকআপ ভ্যানটি মাদানীনগর এলাকায় পৌঁছে। এ সময় একদল শিক্ষার্থী পুলিশের গাড়ির কাগজ দিতে বলে। এ সময় তাদেরকে কাগজপত্র সরবরাহ করা হলেও শিক্ষার্থীরা ওই ভ্যানে হামলা করে বলে অভিযোগ করেন পিকআপের চালক কনস্টেবল সুনীল। শিক্ষার্থীরা এ সময় ওই পুলিশ ভ্যানের থাকা কনস্টেবল সুনীল এবং ফরহাদকে মারধর করার অভিযোগ পাওয়া যায়। এতে তারা দু’জন সামান্য আহত হন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও হামলাকারীদের কাউকে ঘটনাস্থলে পায়নি।
×