ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সরকার প্যারালাইজড হয়ে গেছে ॥ মওদুদ

প্রকাশিত: ০৫:৩৮, ৬ আগস্ট ২০১৮

সরকার প্যারালাইজড হয়ে গেছে ॥ মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সরকার প্যারালাইজড হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়া আদর্শ একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মওদুদ বলেন, দমন করার কৌশল নিয়েও আন্দোলনরত শিক্ষার্থীদের মনের ক্ষোভ থামানো যাবে না। তাদের মনে যে পুঞ্জীভূত ক্ষোভ এটা এত সহজে যাবে না। তাদের ঘরে ফিরিয়ে দিতে পারবেন, তাদের ওপর মামলা করতে পারবেন কিন্তু তাদের মনের ক্ষোভ দমানো যাবে না। কারণ, এভাবে এটা করা সম্ভবপর নয়। সরকারের উচিত ছিল একটি ইতিবাচক পদক্ষেপ নেয়া। এরা কখনও সেটা করে না। মুখে এক কথা বলে, করে আরেক কাজ। আমি মনে করি, বর্তমান প্রেক্ষাপটে এই সরকারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। তিনি বলেন, আমরা এ সরকারের পদত্যাগের পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চাই।
×