ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোল্ডেন লাইন বাসের মালিক রিমান্ডে

প্রকাশিত: ০৫:৩৮, ৬ আগস্ট ২০১৮

গোল্ডেন লাইন  বাসের মালিক  রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ ঢাকার মগবাজারে সাতক্ষীরা টু ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার মামলায় বাসটির মালিক মোঃ জুনায়েদ লস্কর বায়রনের (৪৬) ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এই রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানা পুলিশের এসআই মোঃ মিজানুর রহমান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছেন। আবেদনে বলা হয়, এই আসামির নির্দেশে চলমান ছাত্র আন্দোলনে উস্কানি দেয়ার লক্ষ্যে গত ৩ আগস্ট বেলা দেড়টার দিকে সাতক্ষীরা টু ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনভুক্ত ঢাকা মেট্রো ঝ-১৪-০২১৪ নম্বরের বাসটির চালক ইমরান হোসেন ঢাকার কল্যাণপুর হতে ১০/১৫ জন যাত্রী নিয়ে বেপরোয়াভাবে মগবাজার গ্রান্ডপ্লাজার সামনে সাইফুল ইসলাম রানা নামের এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। প্রথমে সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে, অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। র‌্যাব গোয়েন্দাদের সহায়তার আসামিকে আটক করা হয়েছে। রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে মূল রহস্য উদ্ঘাটিত হবে।
×