ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাস্তায় নামা সকলে শিক্ষার্থী কিনা- প্রশ্ন প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের

প্রকাশিত: ০৫:৩৩, ৬ আগস্ট ২০১৮

রাস্তায় নামা সকলে শিক্ষার্থী কিনা- প্রশ্ন প্রধান  শিক্ষক ও অধ্যক্ষদের

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষাঙ্গন ছেড়ে রাস্তায় নামা সকলে শিক্ষার্থী কী না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্কুল-কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা। শিক্ষার্থীদের বোঝাতে অভিভাবকদের নিয়ে পরিচালনা পর্যদের ভূমিকা রাখার দাবি জানিয়ে অনেকে কিছু দিন ফেসবুক বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন। বলেছেন, ক্লাসে উপস্থিত হলেও নতুন পোশাকে সবাই ছাত্র কী না তাও সরকারের খতিয়ে দেখতে হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন, যে উদ্দেশ্যে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, তা সফল হয়েছে। কিন্তু এখন যে পরিস্থিতি আর কোনভাবেই চলতে দেয়া যায় না। চলতে দেয়ার অর্থই হলো গুজব রটানো, এটাকে ব্যবহার করে কারও উদ্দেশ্য হাসিল করা। নিরাপদ সড়কের দাবিতে টানা আট দিন ধরে শিক্ষার্থীদের সড়কে অবস্থান নেয়ায় ও গুজব ছড়িয়ে নাশকতার প্রেক্ষাপটে রবিবার আয়োজিত বৈঠকে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা। ঢাকা মহানগরীর সরকারী-বেসরকারী স্কুল-কলেজের প্রধানদের নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বৈঠক হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মাহবুবুর রহমানের সঙ্গে বৈঠকে প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা অঘোষিত পরিবহন ধর্মঘট বন্ধ করা, পরিবহন শ্রমিকদের পাশাপাশি শিক্ষার্থীদের কাউন্সিলিং করানোর পরামর্শ দিয়েছেন। বৈঠকে অধ্যক্ষদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেয়া হয়। কেউ বলেছেন, ফেসবুক এক মাস বন্ধ রাখা হোক। কেউ বা বলছেন, শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন নিষিদ্ধ করা হোক।
×