ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ট্রাকচালক ও পুলিশের ধস্তাধস্তিতে প্রাণ গেল হেলপারের

প্রকাশিত: ০৫:১২, ৬ আগস্ট ২০১৮

 ট্রাকচালক ও পুলিশের ধস্তাধস্তিতে প্রাণ গেল হেলপারের

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় ট্রাকচালকের সঙ্গে হাইওয়ে পুলিশের ধস্তাধস্তির সময় আলাউদ্দিন সোহান (২১) নামে এক হেলপার দুই ট্রাকের মাঝে চাপা পড়ে নিহত হয়েছেন। রবিবার বেলা দুইটায় ঘটনাটি ঘটে। প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে দোষী পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। পরিবহন শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কের আন্দোলনরত শিক্ষার্থীরা যোগ দেয়। জানা গেছে, সোনারগাঁও থেকে ঢাকামুখী একটি ট্রাক মদনপুর এলাকায় এলে হাইওয়ে পুলিশের একটি টিম কাগজপত্র চেক করার জন্য সিগন্যাল দেয়। কিন্তু ট্রাকের চালক গাড়িটি না থামিয়ে চলে আসার চেষ্টা করলে হাইওয়ে পুলিশ পেছন থেকে ধাওয়া করে কাঁচপুর পয়েন্টে এসে একজন পুলিশ সদস্য ট্রাকে উঠে যায়। পরে পুলিশ সদস্য ট্রাকের হেলপারকে সিট থেকে উঠিয়ে দিয়ে ট্রাকের স্টিয়ারিং ধরে থামানোর চেষ্টা করে। এসময় হেলপার ট্রাকের দরজা ধরে ঝুলে ছিলেন। ট্রাক থামাতে ট্রাকের চালক ও পুলিশ সদস্যের ধস্তাধস্তির এক পর্যায়ে ট্রাকটি শিমরাইল ট্রাকস্ট্যান্ডের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাকের সঙ্গে চাপা লেগে হেলপার সোহান ঘটনাস্থলেই নিহত হন। শিমরাইল ট্রাকস্ট্যান্ডের শ্রমিক আশরাফুল ইসলাম মিঠু জানান, পুলিশ ট্রাক দেখলেই চাঁদার জন্য থামায়। কাগজপত্র ঠিক থাকলেও হাইওয়ে পুলিশকে চাঁদা দিতে হয়। চাঁদা না দেয়া ট্রাকের স্টিয়ারিং ধরে পুলিশের টানাটানির কারণেই ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। তিনি হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ ও দোষী পুলিশের বিচার দাবি করেন। তবে ঘটনার পর পরই হাইওয়ে পুলিশের ওই সদস্য একটি সাদা রংয়ের প্রাইভেটকারে চড়ে পালিয়ে যায় বলে শ্রমিকরা অভিযোগ করেন। দুর্ঘটনায় পতিত ট্রাকের চালকও পালিয়েছে। এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ট্রাক হেলপারের লাশ উদ্ধার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়ে এবং লাশবাহী ভ্যানগাড়ির চাকার হাওয়া ছেড়ে দেয়। পরে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনিরুল ইসলাম জানান, প্রত্যক্ষদর্শী ও রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে যেই অপরাধী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
×