ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নানা কর্মসূচীতে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৫:০৯, ৬ আগস্ট ২০১৮

 নানা কর্মসূচীতে  শহীদ শেখ কামালের  জন্মবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ॥ শ্রদ্ধাঞ্জলি, স্মরণসভা, দোয়া-মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে রবিবার পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র ও বরেণ্য ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামালের ৬৯তম জন্মবার্ষিকী। জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা শেখ কামালের আদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুণ প্রজন্মের কাছে শেখ কামালের হতে পারে আইকন। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল ৭টায় ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে এবং সকাল ৮টায় বনানী কবরস্থানে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এছাড়াও এ সময় কবর জিয়ারত ও মোনাজাতের মধ্যদিয়ে শেখ কামালের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ। ওবায়দুল কাদের শেখ কামালের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, সাংস্কৃতিক অঙ্গনে তিনি বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন। তিনি ছিলেন একজন ক্রিকেটে দক্ষ সংগঠক। বাংলাদেশে আধুনিক ফুটবলের জনক, সেতার বাদক, নাট্যকর্মী এবং একাত্তরের সাহসী বীর মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগ ছাড়াও সব সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠন, আবাহনী লিমিটেড, আবাহনী সমর্থক গোষ্ঠীসহ বহু সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। শেখ কামালের আদর্শ হতে পারে আইকন ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মদিন উপলক্ষে রবিবার জাতীয় প্রেসক্লাবে ‘আমাদের বন্ধু শেখ কামাল’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ‘সতীর্থ স্বজন’। এতে বক্তারা বলেন, শেখ কামালের আদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তরুণ প্রজন্মের কাছে শেখ কামালের আদর্শ হতে পারে আইকন। শেখ কামালের বন্ধুরা বলেন, শেখ কামালের মতো মানুষকে আমরা যদি অনুসরণ করতে পারতাম তাহলে সমাজ হতো গতিশীল, জীবন হতো শৈল্পিক আর বাংলাদেশ হতো সামাজিক-সাংস্কৃতিকভাবে বিশ্বের অন্যতম সমৃদ্ধ রাষ্ট্র। একজন তরুণ/তরুণীর জীবন কতখানি কর্মময় হতে পারে, নিজের সংক্ষিপ্ত জীবনে তা করে দেখিয়েছেন শেখ কামাল। আলোচনা সভায় শেখ কামালের বন্ধু ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, বিএমএর সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, শেখ কামালের বন্ধু মেজর জেনারেল (অব) সাইদ আহমেদ, সাইদুর রহমান প্যাটেল, আ ত ম মুনীরউদ্দিন, সৈয়দ শাহেদ রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করে দেশের খ্যাতনামা নাট্যব্যক্তিত্ব পীযুষ বন্দোপাধ্যায়। বিএনপি গুজবের অপরাজনীতি করছে- প্রতিমন্ত্রী মির্জা আজম ॥ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও শেখ কামালের বৈচিত্র্যময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, নিরাপদ সড়কের আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের ওপর ভর করে বিএনপি-জামায়াত অপরাজনীতি করছে, গুজব রটাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘তোমাদের সব যৌক্তিক দাবি প্রধানমন্ত্রী ইতোমধ্যে মেনে নিয়েছেন। তোমাদের উচিত এখন ক্লাশে ফিরে যাওয়া। যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে রবিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালার চতুর্থ তলার অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বিভ্রান্তি রোধে গণমাধ্যমের সাহায্য চাই- ড. হাছান ॥ জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে গুজব ও বিভ্রান্তি রোধে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়েছেন এবং বেশ কয়েকটি দাবি বাস্তবায়নও করেছেন।
×