ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোবাইল ইন্টারনেটে গতি ফিরতে শুরু করেছে

প্রকাশিত: ০৪:৪৪, ৬ আগস্ট ২০১৮

 মোবাইল ইন্টারনেটে গতি  ফিরতে শুরু করেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রবিবার সকাল থেকেই মোবাইল ইন্টারনেটে গতি ফিরতে শুরু করেছে। শনিবার সন্ধ্যার পর থেকেই ইন্টারনেটে ধীরগতি পাওয়া যায়। তবে আইএসপি সেবার গতি স্বাভাবিক ছিল। উত্তরা থেকে গ্রামীণফোনের এক গ্রাহক জানিয়েছেন, তিনি রবিবার সকাল ১০টার পর থেকে মোবাইলে ফোর জি ব্যবহার করছেন। এদিকে, রবির ফোর-জি চালু হয়ে গেছে বলেও জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার রাত সাড়ে ৭টা থেকে ৮টার নাগাদ মোবাইল ইন্টারনেটে গতি পুরোপুরি ফিরতে পারে। মোবাইলের সেটিংস অপশনে গিয়ে নেটওয়ার্ক টু-জি করে দিলে মোবাইলে ইন্টারনেট পাওয়া যাবে। এ বিষয়ে বিটিআরটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক জানান, যান্ত্রিক ত্রুটির কারণে মোবাইল ইন্টারনেটে সমস্যা হয়েছে। ত্রুটি মেরামত করলে গ্রাহকরা মোবাইলে আগের গতি ফিরে পাবে।
×